
প্রথম ম্যাচে বৃষ্টি বাধায় খেলায় মনোযোগ দেয়া যায়নি স্বাভাবিক। কিন্তু আজ কী হলো? বল হাতে চরম মার খাওয়ার পর ব্যাট হাতে একেবারে পরাস্ত বাংলাদেশ। ফলে আফগানিস্তানের কাছে ১৪২ রানের বড় ব্যবধানে হারলো লিটন-সাকিবরা। এতে করে টানা দুই হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়ে বসলো স্বাগতিকরা। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি পরীক্ষার সিরিজটা ভালো হলো না টাইগারদের।
শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ইবরাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজের রেকর্ড জুটিতে ৩৩১ রানের বিশাল সংগ্রহ পায় সফরকারী আফগানরা। ৩৩২ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে হুড়মুড় করে ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং লাইন। গুটিয়ে যায় ১৮৯ রানে।
নাইম (৯), লিটন (১৩), তৌহিদ (১৬), শান্ত (১) ও আফিফদের (০) ব্যর্থতায় ৭২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মাঝে সাকিবের ২৫ ও মেহেদি মিরাজের ২৫ রানে দেড়শর কোটা পার করে বাংলাদেশ।
তবে সবার আসা যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রেখে হারের ব্যবধান কমাতে থাকেন মুশফিকুর রহীম। নিজের ২৫০তম ওয়ানডেতে ৬৯ রানের বড় একটি ইনিংস খেলেছেন তিনি। যদিও তাতে কাজ হয়নি সতীর্থদের ব্যর্থতার কারণে।

বাংলাদেশ বনাম আফগানিস্তান
ম্যাচের শুরুতে রহমানুল্লাহ গুরবাজ ১২৫ বলে ১৪৫ রান করেন আর ইবরাহিম জাদরান ১১৯ বলে খেলেন ১০০ রানের ইনিংস। এছাড়া মোহাম্মদ নবী ২৫ রান করেন আফগানদের হয়ে। বল হাতে টাইগারদের হয়ে মুস্তাফিজ, হাসান, সাকিব ও মিরাজ ২টি করে উইকেট নেন।
বাংলাদেশের ইনিংসে মুজিব উর রহমান, ফজলহক ফারুকী ও রশিদ খান। মুজিব ও ফারুকী ৩টি করে এবং রশিদ ২টি উইকেট নেন।
আগামী মঙ্গলবার (১১ জুলাই) দুপুর দুইটাই একই মাঠে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদে বেনজেমার শূন্যস্থান পূরণ করতে চলেছেন এমবাপ্পে
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৩/এজে
