বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। আম্পায়ারিংয়ে একের পর বড় দায়িত্ব পাচ্ছেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার। আইসিসির মেগা ইভেন্ট থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সিরিজে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। এবার আম্পায়ারিংয়ে আরো একটি বড় দায়িত্ব পেলেন এই অভিজ্ঞ আম্পায়ার।
আসন্ন পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের তিন টেস্টে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন সৈকত। দ্বিতীয়বারের মতো বিদেশের মাটিতে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই বাংলাদেশি আম্পায়ার।
আগামী ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া মুলতান টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত। তার সঙ্গে আরেক ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা এবং তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস গ্যাফানি।
আরও পড়ুন:
» দেশে ফিরে ভারত সিরিজের অভিজ্ঞতা জানালেন নাহিদ
» জয়ের দিনে অনন্য কীর্তি নাহিদার
মুলতানে ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত। এই ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ধর্মসেনা ও গ্যাফানি। এরপর ২৪ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে মাঠের দায়িত্ব সামলাবেন সৈকত। তাকে সঙ্গ দেবেন গ্যাফানি। আর তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ধর্মসেনা।
এর আগে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে প্রথম বারের মতো বিদেশের মাটিতে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সৈকত। এবার এই তালিকায় যুক্ত হলো আরেকটি বড় সিরিজ।
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৪/বিটি