Connect with us
ক্রিকেট

শনিবার বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, ইংল্যান্ডকে হারাতে পারবে?

BD vs ENG
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে। ছবি- বিসিবি

ঘরের মাঠের বিশ্বকাপ খেলতে হচ্ছে পরের মাঠে। তবুও আয়োজক বাংলাদেশই। জয়ে আসর শুরু করা বাংলাদেশের মেয়েদের স্বপ্ন একটু বড়ই হয়েছে। স্কটল্যান্ড বধের পর এবার টাইগ্রেসদের সামনে মিশন থ্রি লায়ন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। শারজায় ম্যাচ শুরু শনিবার রাত আটটায়।

এবারের ১০ দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে গ্রুপ ‘বি’তে। নিজেদের দেশে না হলেও টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। তাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই খেলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। পাঁচ দলের এই গ্রুপে বাংলাদেশের চেয়ে শক্তির বিচারে পিছিয়ে ছিলো কেবল স্কটল্যান্ড। তাই জয় দিয়ে মিশন শুরু করতে সমস্যা হয়নি টাইগ্রেসদের।

এই ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলার মাইলস্টোন ছুঁয়েছেন নিগার সুলতানা জ্যোতি। শততম উইকেটের দেখা পেয়েছেন নাহিদা আক্তার। ফাহিমা পেয়েছেন পঞ্চাশতম উইকেটের দেখা। স্কটিশদের বিপক্ষে অনেকগুলো মাইলফলকের এক জয়ে উদযাপনের অনেক উপলক্ষ পায় বাংলাদেশ।

আরও পড়ুন:

» যেভাবে সরাসরি দেখা যাবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

» বাবরের পরবর্তী অধিনায়ক কে হবেন? বিবেচনায় আছেন ৩ জন

কিন্তু এবার অবশ্য কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে জ্যোতিদের। নারী ক্রিকেটে ইংল্যান্ড বরাবরই পরাশক্তি ইংল্যান্ড। টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন তারা। এ পর্যন্ত তিন বারের সাক্ষাতে প্রতিবারই পরাজিত দলে ছিলো বাংলাদেশ।

ইতিহাস নতুন করে লিখতে নিজেদের সর্বোচ্চ পারফরমেন্সের পাশাপাশি ভাগ্যের সহায়তাও পেতে হবে বাংলাদেশের মেয়েদের। জয় পেলেই দ্বিতীয রাউন্ডের পথে অনেকটা এগিয়ে থাকবে জ্যোতির দল।

এবারের বিশ্বকাপ সরাসরি দেখাবে বিভিন্ন চ্যানেল এবং অনলাইন প্লাটফর্মে। বাংলাদেশি দর্শকেরা নাগরিক টিভিতে সরাসরি এই আসরটি দেখতে পারবেন। এছাড়াও ট্রফি অ্যাপে সরাসরি মেয়েদের বিশ্বকাপ উপভোগ করতে পারবেন।

ক্রিফোস্পোর্টস/০৪অক্টোবর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট