Connect with us
ক্রিকেট

দুই নতুন মুখ নিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

Bangladesh's second Test squad announced with two new faces
দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ছবি- এএফপি

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হতাশ করেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় চারদিনেই সফরকারীদের কাছে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে দুই নতুন মুখ রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ।

আজ (বুধবার) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। তিন বছর পর আন্তর্জাতিক টেস্ট দলে ডাক পেয়েছেন এই ওপেনার। তাছাড়া জাতীয় দলে ডাক পেয়েছেন এক বছর পর। সর্বশেষ ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন।

Bangladesh's second Test squad announced

টেস্ট দলে ডাক পেয়েছেন বিজয় ও তানভীর। ছবি- সংগৃহীত 

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত খেলছেন বিজয়। দারুণ ফর্মে থাকার কারণেই এবার ডাক পড়েছে জাতীয় দলে। তার জায়গায় বাদ পড়েছেন জাকির হাসান। প্রথম টেস্টের একাদশে সুযোগ হয়নি এই ওপেনারের।

আরও পড়ুন:

» শ্রীলঙ্কাকে হারিয়ে ৪ ম্যাচে ৪ জয় বাংলাদেশের

» জিম্বাবুয়ের কাছে হারের দায় নিজের কাঁধে নিয়ে যা বললেন শান্ত 

এদিকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন নাহিদ রানা। প্রথম টেস্ট শেষে পিএসএল খেলতে যাওয়ার কথা ছিল তার। তাই দ্বিতীয় টেস্টের স্কোয়াডে রাখা হয়নি এই পেসারকে। রানার পরিবর্তে দলে ডাক পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। এখন লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার। তবে ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এই স্পিনার।

টেস্ট সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে জিম্বাবুয়ে। আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ) দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট