Connect with us
ক্রিকেট

নেপালের বিদায়ের পর বাংলাদেশের সুপার এইট সমীকরণ

বাংলাদেশ দল। ছবি- বিসিবি

জয়ের খুব কাছে গিয়েও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে নেপাল। শেষ বলে ১ রানের আক্ষেপে পুড়েছে রোহিত পাউদেলের দল। আর এই পরাজয়ে শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে গ্রুপ ‘ডি’ থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল নেপাল। এদিকে আগেই সুপার এইট নিশ্চিত করে রেখেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় অবস্থানের জন্য লড়াই চলছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মাঝে।

গ্রুপ ‘ডি’ থেকে সবার আগে বিদায় হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার। আজ যদি নেপাল দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারতো, তবে কাগজে-কলমে শেষ ম্যাচ পর্যন্ত সুপার এইটে যাওয়ার সুযোগ থাকতো নেদারল্যান্ডস, বাংলাদেশ ও নেপালের। তবে শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি। এদিকে নেদারল্যান্ডসের সুযোগ থাকলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে টাইগাররা।

আগামী ১৭ জুন ভোরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ জিতলে কোন হিসেব-নিকেশ ছাড়াই দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুপার এইট নিশ্চিত করবে সাকিব-শান্তরা। অপর দিকে সেই ম্যাচ হারলেও সুযোগ থাকবে টাইগারদের। তখন তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডস ম্যাচের ফলাফলের দিকে।

ডি-২ হিসেবে সুপার এইটে ওঠার লড়াইয়ে এখনো সুযোগ রয়েছে নেদারল্যান্ডসের। বাংলাদেশ যদি নেপাল ম্যাচে অঘটনের শিকার হয় এবং নিজেদের শেষ ম্যাচে যদি নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে, তখন দুই দলের পয়েন্ট হবে সমান ৪। সেক্ষেত্রে নেট রানরেটের হিসেবে এগিয়ে থাকা দল যাবে সুপার এইটে।

এখন পর্যন্ত নেট রানরেটে বাংলাদেশ এগিয়ে আছে। বর্তমানে নিজেদের খেলা তিন ম্যাচের ৪ পয়েন্টের সঙ্গে বাংলাদেশের নেট রানরেট (+০.৪৭৮)। অপর দিকে সমান ম্যাচে ২ পয়েন্ট পাওয়া নেদারল্যান্ডসের নেট রানরেট (-০.৪০৮)। সুতরাং নেদারল্যান্ডসকে সুপার এইটে যেতে বাংলাদেশের পরাজয়ের পাশাপাশি শ্রীলঙ্কাকে হারাতে হবে বড় ব্যবধানে।

তবে এক্ষেত্রে নেদারল্যান্ডসের পরের রাউন্ডে যাওয়ার পথ যতটা কঠিন, ঠিক ততটাই সহজ হবে বাংলাদেশের জন্যে। নেদারল্যান্ডস নিজেদের শেষ ম্যাচ জিতলেও সুপার এইটের লড়াইয়ে টিকে থাকবে কিনা সেটা জানা যাবে তাদের ম্যাচ শেষ হওয়ার আগেই। কেননা একই দিন নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ম্যাচ শুরুর এক ঘন্টা আগে মাঠে গড়াবে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ।

আরও পড়ুন: উগান্ডাকে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয় পেল নিউজিল্যান্ড

ক্রিফোস্পোর্টস/১৫জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট