Connect with us
ক্রিকেট

আইসিসির মাসসেরার মনোনয়ন পেলেন বাংলাদেশের সুপ্তা

Sharmin Supta
শারমিন আক্তার সুতা। ছবি- সংগৃহীত

আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে হেসেখেলে জিতেছে বাংলাদেশ। সিরিজের তিনটি ম্যাচে সফরকারীদের হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে টাইগ্রেসরা। এই জয়ের পেছনে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন শারমিন আক্তার সুপ্তা। যার সুবাদে এবার আইসিসি থেকেও সুখবর পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুরুষ, নারী দুই বিভাগেই নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে নারী বিভাগে বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছেন শারমিন। যেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকার ন্যাডিন ডি ক্লার্ক ও ইংল্যান্ডের ড্যানিয়েলি ওয়াট হজ।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এক বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন সুপ্তা। আর দলে ফিরেই ব্যাট হাতে বাজিমাত করেন এই টপ অর্ডার ব্যাটার। তিন ম্যাচে ৭০.৩৩ গড়ে ২১১ রান করেন তিনি। যা ছিল এই সিরিজের সর্বোচ্চ ব্যক্তিগত রান। তবে এর মধ্যে দুটি ওয়ানডে ছিল নভেম্বরে, যেখানে তিনি ৯৬ ও ৪৩ রানের দুটি ইনিংস খেলেন।

আরও পড়ুন:

» বকেয়া বিপিএলের পারিশ্রমিক, রংপুরকে লজ্জা দিলেন তাহির

» টি-টোয়েন্টিতে রেকর্ডবুক ওলটপালট, এক ম্যাচেই ৩৭ ছক্কা ও ৩৪৯ রান! 

এই তালিকায় তার প্রতিদ্বন্দ্বী প্রোটিয়া অলরাউন্ডার ন্যাডিন ডি ক্লার্ক নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন। ব্যাট হাতে তিন ইনিংসে ৮০ রানের পাশাপাশি বল হাতে ৪টি উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।

একই সিরিজে ন্যাডিন ডি ক্লার্কদের বিপক্ষে ব্যাট হাতে দারুণ করেন তালিকার আরেক ক্রিকেটার ড্যানিয়েলি ওয়াট হজ। এই ইংলিশ ওপেনার ৩ ম্যাচে ৭১ গড়ে ১৪২ রান করেন, যেখানে স্ট্রাইকরেট ছিল ১৬৩.২২।

এদিকে পুরুষ বিভাগে নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ভারতের পেসার জাসপ্রীত বুমরাহ, পাকিস্তানের পেসার হ্যারিস রউফ এবং দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।

ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট