সিলেটে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে পাকিস্তান শীর্ষস্থান ধরে রেখেছে দুই টেস্ট খেলে দু’টিতেই জয় নিয়ে। অন্যদিকে ভারত দুই টেস্টের একটি জিতে ও অন্যটি ড্র করে তিনে অবস্থান করছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টে নয়, লড়াই হয় পয়েন্ট শতাংশে। অর্থাৎ, মোট পয়েন্টের কত শতাংশ একটি দল পাচ্ছে, তার ওপর বিচার করে ঠিক হয় লিগ তালিকা। একটি ম্যাচ জিতলে পাওয়া যায় ১২ পয়েন্ট। ড্র করলে চার পয়েন্ট আর হারলে কোনো পয়েন্ট কাটা যায় না। সেই বিচারে আইসিসির তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তাদের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
এক টেস্টে এক জয়ে টাইগারদের পয়েন্ট ১০০ শতাংশ। পাকিস্তানেরও সমান পয়েন্ট। তবে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টে দুই জয়ে শীর্ষে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত দু’টি টেস্টের একটি জিতে আর অন্যটি ড্র করে ৬৬ দশমিক ছয়-সাত শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে।
১৬ দশমিক ছয়-সাত শতাংশ পয়েন্ট পাওয়া উইন্ডিজের অবস্থান পাঁচে। চারে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩০ শতাংশ, ছয়ে ইংল্যান্ডের ১৫ শতাংশ। পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজে দুই দলেরই জয়-হার দু’টি করে, ড্র একটি। অজিদের ১০, ইংলিশদের ১৯ পয়েন্ট কাটা যায়।
সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৩১০ রান করে বাংলাদেশ। জবাবে ৩১৭ রান তোলে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৩৮ রান করলে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৩৩১ রান। ১৮১ রানে নিউজিল্যান্ড গুটিয়ে যায়। দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট নেন তাইজুল, সেঞ্চুরি পান শান্ত।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া জয়
ক্রিফোস্পোর্টস/০৩ডিসেম্বর২৩/এজে