আগামী সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে ফিফার আন্তর্জাতিক দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচগুলোকে সামনে রেখে দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে এক সঙ্গে ডাক পেয়েছেন দুই আপন ভাই।
আজ শনিবার (২৪ আগস্ট) ১৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। কোচ হ্যাভিয়ের কাবরেরা প্রাথমিক দলে রয়েছেন জামাল ভূইয়াও, যিনি এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে কোনো দল পাননি।
এছাড়া এবারের দলে দুই চমক দুই আপন ভাই মোহাম্মদ সুজন হোসেন ও পাপ্পু হোসেনের একসঙ্গে জাতীয় দলে ডাক পাওয়া। দুজনই খেলেন গোলরক্ষক পজিশনে। গোলরক্ষক সুজন খেলেন মোহামেডানের হয়ে। গতবার মোহামেডান টেবিলের দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছিল। তাদের এই সাফল্যে দারুণ অবদান রেখেছিলেন সুজন। আর আরেক ভাই পাপ্পু এবার ব্রাদার্স ইউনিয়নের গোলপোস্টের দায়িত্ব সামলাবেন।
আরও পড়ুন:
» সাকিবকে বাদ দেয়ার আইনি নোটিশ প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি
» বন্যার্তদের পাশে বিসিবি, কোটি টাকা অনুদানের ঘোষণা
বাফুফে এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৩০ আগস্ট ভূটানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। ২৯ আগস্ট বাকী সদস্যদের নাম ঘোষণা করা হবে। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের রাজধানী থিম্পুতে মাঠে গড়াবে ম্যাচ দুটি। তার আগে ২৬ আগস্ট থেকে ১৪ ফুটবলারকে নিয়েই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।
ভুটান বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল:
গোলরক্ষক
মিতুল মারমা, মোহাম্মদ হোসেন সুজন ও পাপ্পু হোসেন
ডিফেন্ডার
রহমত মিয়া,ইসা ফয়সাল,মেহেদি হাসান ও শাকিল হোসেন
মিডফিল্ডার
জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, দিদারুল আলম, জাভেদ আহমেদ ও সৈয়দ কাজেম কিরমানি
ফরোয়ার্ড
শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশ
ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৪/বিটি