গত ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হয়েছিল বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচ শুরু পূর্বেই আভাস পাওয়া যাই বৃষ্টি এবং আলোকস্বল্পতার কারণে খেলা বিঘ্ন ঘটতে পারে। শেষ পর্যন্ত সেটাই হলো। প্রথম দিনে ৩৫ ওভার পর্যন্ত খেলা গড়ালেও দ্বিতীয় এবং তৃতীয় দিনে কোনো বল না হয়েই পরিত্যক্ত হয়।
তৃতীয় দিনে দিনে কোনো বৃষ্টি নেই, তবুও খেলা মাঠে গড়ায়নি। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে সমালোচনা হয়েছে। আম্পায়াররা বার বার মাঠ পর্যবেক্ষণ করেও ম্যাচ মাঠে গড়ানোর কোনো পরিবেশ পায়নি। ফলে বাধ্য হয়ে দুপুর আড়াই টায় খেলা পরিত্যক্ত করে দেয়।
আরও পড়ুন: আইপিএল থেকে বড় দুঃসংবাদ পেল বিদেশি ক্রিকেটাররা
প্রথম দিন প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। মাঠে অপরাজিত আছেন দুই সিনিয়র ক্রিকেটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম। মুমিনুল ৮১ বলে ৪০ এবং মুশফিক ১৩ বলে ৬ রান করে অপরাজিত আছেন।
এছাড়াও সাদমান ইসলাম ২৪ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রান করে আউট হয়ে যান। তবে ওপেনার জাকির হাসান ২৪ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হন। স্বাগতিকদের পক্ষে আকাশ দীপ ২টি এবং রবিচন্দ্রন অশ্বিন ১টি উইকেট তুলেন।
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৪/এইচআই