খো খো খেলাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলতে নেয়া হচ্ছে নতুন নতুন উদ্যোগ। এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে খো খো বিশ্বকাপ। ভারতের নয়া দিল্লিতে গেল ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই বৈশ্বিক টুর্নামেন্ট। যেখানে নারী ও পুরুষ উভয় ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ দলও। ইতোমধ্যে গ্রুপ পর্বের বাধা উতড়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের দল দুটি।
ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে অংশ নিয়েছে ২০ পুরুষ দল এবং ১৯ নারী দল। চার গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলছে দলগুলো। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ দল। অপরদিকে নিজেদের গ্রুপে রানার্সআপ হয়ে নকআউট পর্বে এসেছে বাংলাদেশের নারীরা। আর কোয়ার্টার ফাইনালে তারা পড়েছে বড় পরীক্ষার মুখে।
নারী খো খো-তে বেশ শক্তিশালী দল ভারত। গ্রুপ পর্বের সকল ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। বাংলাদেশের জন্য তাই নকআউট পর্বে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। এদিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। নারী দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সুরভী আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে গেছেন মাঠের বাইরে।
আরও পড়ুন:
» বিপিএলের ম্যাচসহ আজকের খেলা (১৭ জানুয়ারি ২৫)
» টানা চতুর্থ জয়ে বরিশালকে পেছনে ফেলল চিটাগং
গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোট পান এই নারী খেলোয়াড়। জানা গেছে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি তিনি। ফলে কোয়ার্টার ফাইনালের ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকের (গ্রুপ পর্বের শেষ ম্যাচে) খেলায় আঘাত পেয়ে সুরভী হাসপাতালে ভর্তি। পরবর্তী ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।’
চলমান এই টুর্নামেন্টে নারী দল গুলোর মধ্যে ভারতকে ভাবা হচ্ছিল হট ফেবারিট দল। অপরদিকে খেলা হচ্ছে তাদের নিজেদের মাটিতেই। তাই ধারণা করা হচ্ছে কোয়ার্টার ফাইনালে শেষ হতে পারে বাংলাদেশ নারী দলের চলমান এই বিশ্বকাপ যাত্রা। তবে হারার আগে হেরে যেতে চাইবে না লাল সবুজের প্রতিনিধি। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে কঠিন লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।
এর আগে গ্রুপ পর্বে খেলা চার ম্যাচের তিনটিতে জিতেছিল বাংলাদেশের নারীরা। গ্রুপ পর্বে নেপালের কাছে না হারলে কোয়ার্টার ফাইনালে সহজ প্রতিপক্ষ পেতে পারতো লাল সবুজের প্রতিনিধিরা। অপরদিকে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ পুরুষ দল। গ্রুপ পর্বে খেলা চার ম্যাচের সবকটিতে জিতে নকআউট পর্বে উঠেছে তারা। আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নেপালের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ পুরুষ দল।
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৫/এফএএস