টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র তিন সপ্তাহ বাকী। ইতোমধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বেশিরভাগ দল। তবে আইসিসিতে দল পাঠালেও এখনো প্রকাশ্যে ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল (১২ মে) আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বিসবির নির্বাচক প্যানেল। দেশের একটি সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
দল ঘোষণার সকল প্রস্তুতি সম্পন্ন। এবার বিসিবির অনুমতি পেলেই আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে দল ঘোষণা করবে লিপুর নির্বাচক প্যানেল।
এ প্রসঙ্গে লিপু বলেন, ‘সব চূড়ান্ত রয়েছে, এখন ক্রিকেট অপরারেশন্সের নির্দেশ পেলেই আমরা দল ঘোষণা করব। আমরা মানসিকভাবে প্রস্তুত। আমাদের নির্দেশ দেওয়া হলে, কাল ম্যাচ শেষে বিকেলের দিকে হয়ত দল ঘোষণা করব।’
আইসিসির বেঁধে দেয়া সময় অনুযায়ী, গত ১ মে এর মধ্যে আইসিসিতে বিশ্বকাপের দল পাঠানোর কথা ছিল অংশগ্রহণকারী দলগুলোর। বাংলাদেশও নির্ধারিত সময়ের মধ্যেই দল পাঠিয়েছে। এবার আনুষ্ঠানিক ঘোষণার পালা।
তবে বিশ্বকাপ দলে কারা থাকবেন, এ বিষয়ে আগেই ধারণা পাওয়া গেছে। এ প্রসঙ্গে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছিলেন, জিম্বাবুয়ে সিরিজে যারা ডাক পেয়েছেন তারাই থাকবেন বিশ্বকাপের দলে।
আরও পড়ুন: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: একনজরে পূর্ণাঙ্গ সূচি
ক্রিফোস্পোর্টস/১১মে২৪/বিটি