বাংলাদেশ সফরে নিজেদের শক্তি দেখাতে না পেরে শেষদিকে এসে মেজাজ ঠিক রাখতে পারেননি ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। শেষ ম্যাচে তো আম্পায়ারিং নিয়ে বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি করে ফেলেন। তার খেসারত দিতে হচ্ছে তাকে। নিয়ম ভাঙার দায়ে তাকে নিষিদ্ধ করেছে আইসিসি।
শুরুতে ডিমেরিট পয়েন্ট কম থাকায় নিষিদ্ধ ছিলেন না। কিন্তু মোট ৩টি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় শাস্তির পরিমাণ বেড়েছে হারমানপ্রীতের। ফলে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে করে আসন্ন নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।
মঙ্গলবার (২৫ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সেখানে বলা হয়েছে, আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মান প্রদর্শন এবং প্রতিপক্ষের ক্রিকেটারদের সাথে অসাদাচরণ করায় লেভেল-২ অপরাধ করেছেন হারমানপ্রীত। ডিমেরিট পয়েন্ট ও নিষিদ্ধের পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে।
ভারতীয় নারী ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেয়ে নিষিদ্ধ হলেন হারমানপ্রীত। আইসিসির নিয়ম অনুযায়ী দুই বছরে চার বা তার বেশি ডেমেরিট পয়েন্ট যদি কোন ক্রিকেটার পান তাহলে তাকে এক টেস্ট বা দুটি ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে নিষিদ্ধ করা হয়।
আরও পড়ুন: বিদেশি লিগে আশরাফুল ঝড়, ৪০ বলে করলেন ১১৮ রান
ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৩/এজে