Connect with us
ফুটবল

সুপার কাপে বার্সা-রিয়াল ক্লাসিকো, ফাইনাল কবে কখন?

Barcelona and Real Madrid
বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ছবি- সংগৃহীত

ম্যাচে বেশিভাগ সময় রিয়াল মাদ্রিদ নিজেদের দখলেই রেখেছিল আধিপত্য। তবুও যেন প্রথমার্ধে অনেকটা ব্যর্থ ছিল গেলবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথম ভাগে একের পর এক আক্রমণ চালিয়ে যায় তারা প্রতিপক্ষ দূর্গে। তবে গোলের দেখা পায়নি তারা। অবশেষে দ্বিতীয়ার্ধে জুড বেলিংহামের গোলে ভাঙে ম্যাচের ডেডলক। সেই ম্যাচ জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

গতকাল মাঝ রাতে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিতের ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে মাঠে নামে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে আরও একবার শিরোপা লড়াইয়ে ফাইনাল নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

এর আগের দিন রাতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছিল কাতালানরা। যেখানে আতলেতিক ক্লাব বিলবাওকে ২-০ গোলে হারিয়ে আগেভাগে সুপার কাপের ফাইনালে জায়গা করে রেখেছিল বার্সা। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে তারা। রিয়ালের চেয়ে একবার বেশি অর্থাৎ ১৪ বার স্প্যানিশ সুপার কাপ জয় করেছে বার্সেলোনা। তাই মাদ্রিদ চাইবে বার্সার সঙ্গে সমতা ফিরিয়ে আনতে।

আরও পড়ুন:

» বিপিএলের ম্যাচসহ আজকের খেলা (১০ জানুয়ারি ২৫)

» হেলসের ওপর রেগে যান তামিম, সামনে এলো মূল ঘটনা

এদিকে গেল রাতে দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচে প্রথমার্ধ শেষে খুব একটা স্বস্তিতে থাকতে পারেনি রিয়াল মাদ্রিদ। কেননা একের পর এক আক্রমণ করেও গোলশিটে নাম রাখাতে পারেনি দলের কেউ। প্রতিবার আক্রমণ রুখে যায় প্রতিপক্ষের রক্ষণ এবং গোলকিপারের হাতে। এছাড়া দুর্বল শট এবং লক্ষ্যে না রাখতে পারার দায়ে বিরতির আগে এগিয়ে যেতে পারেনি রিয়াল।

অবশ্য দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩তম মিনিটে দলকে লিড এনে দেন জুট বেলিংহাম। প্রতিপক্ষের বক্সে জটলার মধ্য থেকে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি তিনি। এরপর বাকি দুই গোল এসেছে ম্যাচের যোগ করা সময়ে। তার মধ্যে একটা ছিল প্রতিপক্ষের আত্মঘাতী হিসেবে। যোগ করা সময়ের শেষ মুহূর্তে দলের ব্যবধান বাড়ান রদ্রিগো। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছেড়ে গেল বারের চ্যাম্পিয়নরা।

স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ম্যাচে আগামী রোববার দিবাগত রাত ১টায় জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এই ম্যাচের আগে কাতালানদের জন্য অবশ্য রয়েছে সুখবর। বিভিন্ন জটিলতা কাটিয়ে স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত কনসেজো সুপিরিয়র দে দেপোর্তেস (সিএসডি) অস্থায়ীভাবে দানি ওলমো ও ভিক্টরকে বার্সেলোনার হয়ে খেলতে ছাড়পত্র দিয়েছে।

ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল