
প্রথম লেগে নাটকীয় লড়াইয়ের পর সেমিফাইনালের দ্বিতীয় লেগে তুলনামূলক কম উত্তেজনা দেখা গেল। ফেররান তোরেসের প্রথমার্ধের গোলে এগিয়ে গিয়ে সেই লিড ধরে রাখল বার্সেলোনা, আর তাতেই অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে তিন মৌসুম পর কোপা দেল রে’র ফাইনালে জায়গা করে নিল কাতালান ক্লাবটি।
বুধবার (২ এপ্রিল) রাতে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা অ্যাতলেটিকোকে ১-০ গোলে পরাজিত করে। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানের জয় নিশ্চিত করে বার্সা। আগামী ২৬ এপ্রিলের ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর এই প্রথমবার কোপা দেল রে’র ফাইনালে এল ক্লাসিকোর মহারণ দেখা যাবে।
সেমিফাইনালের প্রথম লেগে ৬ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে শেষ মুহূর্তে দুটি গোল হজম করে ম্যাচটি ৪-৪ ড্র করতে হয় তাদের। যদিও লা লিগায় গত মাসে অ্যাতলেটিকোর মাঠে ৭১ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ৪-২ গোলে জয় পেয়েছিল ফ্লিকের দল।
আরও পড়ুন
» হাসলো না কোহলির ব্যাট, জিততে পারলো না বেঙ্গালুরু
» মেসির দেহরক্ষীর মাঠে প্রবেশে বিধিনিষেধ
সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় প্রত্যাশিত পারফরম্যান্স দিতে ব্যর্থ হয় অ্যাতলেটিকো। ৬টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে, ৫৭ শতাংশ বলের দখল নিয়ে বার্সা নিয়েছে ১৫টি শট, যার মধ্যে ৫টি ছিল গোলমুখে। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজেয় যাত্রা পৌঁছেছে টানা ২১ ম্যাচে।
প্রথম থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা জমে উঠলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ২৭তম মিনিট পর্যন্ত। লামিনে ইয়ামালের নিখুঁত পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ফেররান তোরেস, যিনি এই ম্যাচে রবার্ট লেভানদোভস্কির জায়গায় শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন। প্রথমার্ধে আরও দুটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি ইয়ামাল ও রাফিনিয়া।
দ্বিতীয়ার্ধে শুরুতেই তিনটি পরিবর্তন আনে অ্যাতলেটিকো, যার মধ্যে একজন আলেকসান্দার সরলথ ৫২তম মিনিটে বড় একটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু ওয়ান-অন-ওয়ানে গোল করতে ব্যর্থ হন। ৬৯তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। শেষ মুহূর্তে স্বাগতিকরা মরিয়া হয়ে আক্রমণ চালালেও বার্সার রক্ষণদেয়ালে আটকে যায় তাদের প্রচেষ্টা।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে ফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা, যেখানে প্রতিপক্ষ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ফুটবলপ্রেমীদের জন্য ২৬ এপ্রিলের ফাইনাল হতে যাচ্ছে আরেকটি মহাকাব্যিক এল ক্লাসিকো!
ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৫/এসএ
