সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল (শনিবার) এল-ক্লাসিকোর ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে ঘরের মাঠে নিখুঁত পরিকল্পনায় হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। রিয়ালের জালে গোল উৎসবে মেতেছিল বার্সা।
এ দিন প্রথমার্ধে লম্বা পাস আর হাই লাইন ডিফেন্সে রিয়ালকে নাকের ডগায় নাচিয়েছে বার্সা। অবশ্য প্রথমার্ধে ব্যবধান বাড়িয়ে নেওয়ার অনেক সুযোগ পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পেরা। তবে অফসাইড কারণে এবং সহজ গোল মিস করেছেন তারা।
প্রথমার্ধে ৭ বার অফসাইডের ফাঁদে পড়েছে রিয়াল। তিন বার গোল করার সুযোগ পেয়েও স্ট্রাইকারের ভুলের কারণে ফিনিসিং করতে পারেননি তারা। পোস্ট ছেড়ে বেরিয়ে আসা বার্সা গোলরক্ষক ইনাকি পেনার বিপক্ষে কিলিয়ান এমবাপে যেমন গোল পাননি। তেমনি সহজ সুযোগ ছেড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। এখানে অবশ্য নিজেদের কৃতিত্ব দিতেই পারে বার্সেলোনার রক্ষণভাগ।
দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই রিয়ালের রক্ষণও কিছুক্ষণের জন্য হাইলাইন ডিফেন্সে উঠে গিয়েছিল। এতে রিয়ালের রক্ষণ ভাগ ফাকা হয়ে যাই। ৫৪ মিনিটে মিডফিল্ডার মার্ক কাসাদোর থ্রু পাসে বল পেয়ে যান লেভা। রিয়াল গোলকিপার আন্দ্রেই লুনিনকে একা পেয়ে গোল করতে অসুবিধা হয়নি লেভার। এর ১ মিনিট পরই বাঁ প্রান্ত থেকে আসা আলেহান্দ্রো বালদের ক্রসে দুর্দান্ত হেডে আবারও গোল করেন পোলিশ এই তারকা। ১১ ম্যাচে ১৪ গোল করা লেভা লিগে এবার এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাও। এ মৌসুমে করলেন ১৭তম গোল।
৭৭ মিনিটে রাফিনিয়ার পাস পেয়ে ডান প্রান্ত থেকে গোল করে লামিনে ইয়ামাল। আর এতেই আনসু ফাতির রেকর্ড ভেঙে ক্লাসিকোর ইতিহাসে ১৭ বছর ১০৫ দিন বয়সী ইয়ামাল এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। ৭ মিনিট পরই লব করে ম্যাচের শেষ গোলটি করেন রাফিনিয়া। এটা রিয়ালের বিপক্ষে তাঁর প্রথম। ফলে ৪-০ গোলের বিশাল ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বার্সা।
আরও পড়ুন: আর্সেনাল-লিভারপুলের ম্যাচসহ আজকের খেলা (২৭ অক্টোবর ২৪)
ক্রিফোস্পোর্টস/২৭ অক্টোবর ২৪/এইচআই