হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর শুরু করা বার্সেলোনা দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। ইয়াং বয়েজের জালে গোল উৎসব করে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসরে প্রথম জয় পেয়েছে বার্সেলোনা। মোনাকোর কাছে হার দিয়ে আসর শুরু করা কাতালান জায়ান্টদের ঘরের মাঠে জয় ৫-০ ব্যবধানে। জোড়া গোল করেছেন রবের্ত লেভান্দোভস্তি।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচের দুটিতে হেরে যাওয়া বার্সা ক্যাম্প ন্যুয়ে মঙ্গলবার শুরু থেকেই আক্রমণে চেপে ধরে ইয়াং বয়েজকে। অস্টম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন রবের্ত লেভান্দোভস্কি। রাফিনিয়ার নিচু ক্রস পেয়ে ফাঁকা জালে বল পাঠান পোলিশ স্ট্রাইকার। ৩৪ মিনিটে রাফিনিয়া ব্যবধান দ্বিগুণ করেন।
আরও পড়ুন
» নিজে থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিলেন বাবর, নতুন খোঁজে পাকিস্তান
» রিয়াল মাদ্রিদ বনাম লিলসহ আজকের খেলা (২ অক্টোবর ২০২৪)
পেদ্রির জোরালো শট হেডে প্রতিহত হওয়ার পর আলগা বল জালে জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার। তিন মিনিটের মধ্যে স্কোরলাইন ৩-০ করে ফেলেন ইনিগো মার্তিনেস। পেদ্রির ফ্রি-কিকে চমৎকার হেড দিয়ে লক্ষ্যভেদ স্পেনিয়ার্ড ডিফেন্ডারের। প্রথমার্ধে ৩-০ লিড পাওয়া বার্সা দ্বিতীয়ার্ধে একই ছন্দে খেলা শুরু করে।
৫১ মিনিটে লেভান্দোভস্তি ম্যাচে তার দ্বিতীয় গোল তুলে নেন। রাফিনিয়ার কর্নার থেকে জটলার মধ্যে বল পেয়ে ঠিকানা খুঁজে নেন ৩৬ বছরের অভিজ্ঞ স্ট্রাইকার। ৮১ মিনিটে সুইস ক্লাবটির আত্মঘাতী গোলে ৫-০’তে জয় পায় হ্যান্সি ফ্লিকের দল।
ক্রিফোস্পোর্টস/০২অক্টোবর২৪/এজে