সদ্য সমাপ্ত হওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জার্মানির কাছে হেরে সেমির মঞ্চে বিশ্ব জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। শেষটা সুখকর না হলেও আসর জুড়ে দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন ‘নতুন মেসি’ তকমা পাওয়া আর্জেন্টাইন মিডফিল্ডার ক্লাদিও এচেভেরি।
বিশ্বকাপের পরপরই অনেক আলোচনায় এসেছে এচেভেরির নাম। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন মতে, ইউরোপের ম্যানচেস্টার সিটি, চেলসি, পিএসজির মতো বড় বড় ক্লাবগুলোর নজরে এসেছেন এচেভেরি। তাকে দলে ভেড়াতে মুখিয়ে আছে এই জায়ান্ট ক্লাবগুলো।
বর্তমানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে খেলেন এচেভেরি। তবে এচেভেরির পছন্দের ক্লাব বার্সেলোনা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আগে এক সাক্ষাৎকারে এচেভেরি বলেন, আমি বার্সেলোনায় খেলতে চাই। আমি লিওনেল মেসির ভক্ত। ছোটবেলা থেকেই মেসিকে বার্সেলোনায় খেলতে দেখেছি।
এদিকে এচেভেরিকেও নজরে রেখে বার্সেলোনা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বার্সা বস জাভি এচেভেরি প্রসঙ্গে বলেন, এচেভেরি আমাদের নজরে রয়েছে। সে খুব দুর্দান্ত একজন খেলোয়াড়। ক’দিন আগেই ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করেছে। আমাদের স্কাউটিং বিভাগ এই বিষটি দেখছে।
সেমিতে স্বপ্নভঙ্গ হওয়ার আগে শেষ ষোলর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্টিক করেছিলেন ক্লাদিও এচেভেরি। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলে বিশ্ব ফুটবলের নজর কেড়েছেন এই খুদে মেসি।
আরও পড়ুন: ইউরোপের সেরা ম্যানসিটি, রিয়াল-বার্সেলোনা আছে কোথায়
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৩/এমটি