লা লিগায় একের পর হার ও ড্রতে ক্রমেই পিছিয়ে পড়ছে জায়ান্ট বার্সেলোনা। পরপর দুটি ম্যাচ জয় পেলেও আবার ড্র করে বেশ ধুকছে দলটি। শীর্ষে থাকা দলের সাথে পয়েন্টের ব্যবধান ১০। সর্বশেষ ম্যাচে দুদল দিলে ৬টি গোল করলেও জেতেনি কাতালানরা। তবুও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তিনি সহজে হার মানবেন না বলে জানিয়েছেন।
টানা দুই ম্যাচে জয়ের পর লা লিগায় রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে গ্রানাডার বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করে বার্সেলোনা। এতে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। আর ১০ পয়েন্ট বেশি নিয়ে ৬১ পয়েন্ট নিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটাই এগিয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।
ওই ম্যাচে নিজেদের মাঠে ১৪তম মিনিটে লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে গ্রানাডা। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে ছোটখাটো গোলের ঝড় বয়ে যায়। ৬ মিনিটের ব্যবধানে গোল হয় ৩টি।
ম্যাচে ৬০ মিনিটে গ্রানাডা এগিয়ে যাওয়ার তিন মিনিট পর বার্সেলোনাকে সমতায় ফেরান লেভানডোভস্কি। মিনিট তিনেক পর আবার এগিয়ে যায় গ্রানাডা। ৮০তম মিনিটে ইয়ামালের আরেকটি গোলে অন্তত একটি পয়েন্টের স্বস্তি পায় জাভির শিষ্যরা।
রবিবারের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ গ্রানাডাকে কৃতিত্ব দিয়েছেন জাভি। পাশাপাশি শুনিয়েছেন লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়ও। এর আগে চলতি মৌসুম শেষেই জাভির বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার পর দুটি ম্যাচে বেশ উজ্জীবিত লেগেছে দলকে।
এদিন জাভি বলেন, আমরা দুটি পয়েন্ট হারিয়েছি এবং ব্যবধান কমানোর ভালো একটা সুযোগ খুইয়েছি। গ্রানাডা দারুণ খেলেছে এবং আমাদের কঠিন পরীক্ষা নিয়েছে। লিগ আমাদের জন্য এমনিতেই কঠিন হয়ে উঠেছিল। এখনও আরও দুই পয়েন্ট বেশি কঠিন হলো। অবশ্যই এখন ব্যবধান অনেক বড়। তবে আমরা হাল ছাড়ব না। শিরোপার লড়াই চালিয়ে যাবো।
আরও পড়ুন: পারলো না ব্রাজিল, প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৪/এজে