গেল বেশ কিছুদিন যাবত চোটের কারণে মাঠের বাইরে ছিলেন বার্সেলোনার তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। তার অনুপস্থিতিতে লা লিগায় তিন ম্যাচ খেলেছে কাতালানরা। তার মধ্যে দুই পরাজয়-সহ সবকটিতেই জয়হীন ছিল বার্সেলোনা। এবার লামিনে ইয়ামাল দলে ফিরতেই বড় জয়ের দেখা পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
গতকাল মঙ্গলবার রাতে লা লিগায় মায়োর্কার বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। যেখানে প্রতিপক্ষের মাঠ থেকে ৫-১ গোলের বড় জয় নিয়ে ফিরেছে কাতালানরা। যদিও এই ম্যাচে কোন গোলের দেখা পাননি ইয়ামাল; করেছেন কেবল একটি অ্যাসিস্ট। তবে মাঠে তার দারুন উপস্থিতি যেন পুনরুজ্জীবিত করেছে রাফিনিয়া-দানি অলমোদের।
এদিন ম্যাচের শুরুতেই ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ডি বক্সের মধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে গোল করেন এই স্প্যানিশ ফুটবলার। তবে ৪৩ মিনিটেই ওয়ান-টু-ওয়ান পাসে গোল করে ম্যাচে সমতা ফেরান মায়োর্কার ভেদাত মিউকিরি। এরপর প্রথম আর্ধে আসেনি আর কোন গোল। তবে দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে বসে বার্সেলোনা।
আরও পড়ুন:
» সিরিজ সেরা হয়ে তাসকিন বললেন ‘আলহামদুলিল্লাহ’
» প্রকাশিত বিপিএলের থিম সং, প্রধান উপদেষ্টা দিয়েছেন ইনপুট
ম্যাচের ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন রাফিনহা। পরের গোলটিও করেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। তবে এবার দারুণ এক অ্যাসিস্ট করেছিল লামিনে ইয়ামাল। এরপর ম্যাচের ৭৯ ও ৮৪তম মিনিটে আরো দুটি গোল করেন ফ্রেঙ্কি দে জঙ্গ এবং ভিক্টর। আর এতেই বিশাল বড় জয় নিয়ে সাফল্যের ধারায় ফিরল বার্সেলোনা।
এখন পর্যন্ত লা লিগায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। তবে খুব একটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে রয়েছে তারা তেমনটাও নয়। ১৬ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট বার্সার। এদিকে দুই ম্যাচ কম খেলেই রিয়াল মাদ্রিদের ৩৩ পয়েন্ট। এতে নিজেদের শীর্ষস্থান হারানোর শঙ্কায় কাতালানরা।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৪/এফএএস