Connect with us
ফুটবল

স্টেগেনের অনুপস্থিতিতে নতুন গোলকিপার নিলো বার্সেলোনা

Wojciech Szczesny joins Barcelona
বার্সেলোনায় যোগ দিয়েছেন ভয়চেক সেজনি। ছবি- সংগৃহীত

হান্সি ফ্লিকের অধীনে নতুন মৌসুমে দারুণ শুরু পেয়েছে বার্সেলোনা। তবে এরই মধ্যে দলের প্রধান গোলরক্ষককে হারিয়ে বড় ধাক্কা খেয়েছে ক্লাবটি। চোটে পড়ে চলতি মৌসুম থেকে ছিটকে গেছেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন। গত কয়েকদিন ধরেই এই জার্মান তারকার বিকল্প খুঁজেছে ক্লাবটি। অবশেষে নতুন গোলরক্ষক দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি।

টের স্টেগেনের বিকল্প হিসেবে বার্সেলোনায় যোগ দিয়েছেন পোল্যান্ডের সাবেক গোলরক্ষক ভয়চেক সেজনি। আজ বুধবার (২ অক্টোবর) এক বিবৃতিতে তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

স্টেগেন চোটে পড়ে পুরো মৌসুমের জন্য ছিটকে যাওয়ার পর আলোচনায় ছিলেন সেজনি। গুঞ্জন ছিল, তাকেই নিয়োগ দেবে বার্সেলোনা। অবশেষে অবসর ভেঙে আনুষ্ঠানিকভাবে বার্সং সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন সেজনি। ২০২৫ সালের জুন পর্যন্ত এই কাতালান ক্লাবটিতে গোলরক্ষকের দায়িত্বে থাকবেন এই পোলিশ তারকা।

আরও পড়ুন:

» ফিফার পেইজে লাল-সবুজের পতাকাসহ হামজার ছবি

» কাল জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চান জ্যোতিরা 

কিন্তু নতুন গোলরক্ষক দলে ভেড়ানো নিয়ে বেশ কিছু জটিলতা ছিল। কারণ গত ৩১ আগস্ট স্পেনের ফুটবলের দলবদলের সময় শেষ হয়ে গেছে। ফলে এ নিয়ে নতুন ঝামেলায় পড়তে হয় ক্লাবটিকে।

তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) নিয়ম অনুযায়ী কোনো গোলরক্ষক চার মাসের বেশি সময়ের জন্য ছিটকে গেলে দলবদলের সময় শেষ হওয়ার পরও নতুন গোলরক্ষক দলে ভেড়ানো যাবে। পাশাপাশি যাকে দলে ভেড়ানো হবে তাকে ফ্রি এজেন্ট হতে হবে। যেহেতু স্টেগেন চার মাসেরও বেশি সময়ের জন্য ছিটকে গেছেন, আর সেজনি অবসরে ছিলেন, তাই শর্ত পূরণ করেই নতুন গোলরক্ষক দলের ভেড়ানোর সুযোগ পেয়েছে তারা।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন স্টেগেন। প্রথমার্ধের শেষদিকে বল ধরতে গিয়ে পড়ে হাঁটুতে চোট পান এই গোলরক্ষক। চোট গুরুতর হওয়ায় পুরো মৌসুমের জন্যই ছিটকে গেছেন ৩২ বছর বয়সী এই জার্মান তারকা।

ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল