‘অভাগা যে দিকে যায়, সাগর শুকায়ে যায়’ – বর্তমানে এই প্রবাদটি হয়তো সবচেয়ে মানানসই ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গেই। নয়তো একই রাতে পরপর দু’টি দুঃসংবাদ শুনতে হয় তাদের! এক দিকে এগিয়ে থাকা ম্যাচে ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগ সেমির স্বপ্নভঙ্গ হয়েছে কাতালান জায়ান্টদের। অন্য দিকে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে না পারার দুঃসংবাদও শুনতে হয়েছে।
প্রথম লেগে পিএসজির মাঠে ৩-২ গোলের দুর্দান্ত এক জয় নিয়ে ঘরে ফিরেছিল বার্সেলোনা। কিন্তু নিজেদের মাঠে ৪-১ গোলে হেরে গিয়ে ইউসিএলের কোয়ার্টার থেকেই বিদায় নিতে হয়েছে ব্লাউগ্রানাদের। তার আগেই উয়েফা ক্লাব র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় বাদ পড়তে হয়েছে আসন্ন ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের আসর থেকেও।
রিয়াল মাদ্রিদ আগে থেকেই ক্লাব বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিত করে রাখলেও ঝুলে ছিল বার্সেলোনার ও এ্যাতলেটিকোর ভাগ্য। এই দুই দলের মধ্যে যে কোন এক দল সুযোগ পাবে ইতিহাসে প্রথম বারের মত ৩২ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে। এমন সমীকরণে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে খেলতে নেমে দু’টি দলই পরাজিত হয়ে কোয়ার্টার থেকেই ছিটকে গেছে।
পিএসজির কাছে ঘরের মাঠে ব্লাউগ্রানারা দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে হেরেছে। আর ডর্টমুন্ডের মাঠে দুই লেগ মিলিয়ে এ্যাতলেতিকো হেরেছে ৫-৪ ব্যবধানে। তবে সর্বশেষ ক্লাব র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বার্সাকে পেছনে ফেলে ৩২ দলের ক্লাব বিশ্বকাপে ২২ তম দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বীরা। ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের আসরটি যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে।
ইউরোপ থেকে সুযোগ পাওয়া মোট ১২ দলের মধ্যে ৪ দলের জায়গা আগে থেকেই নিশ্চিত। চলতি মৌসুমসহ শেষ চার ইউসিএল চ্যাম্পিয়ন (চেলসি, রিয়াল, ম্যান সিটি এবং চলতি মৌসুম) দলের জায়গা আগে থেকেই নিশ্চিত হয়ে আছে। বাকি ৮ ইউরোপীয় দল র্যাঙ্কিং বিবেচনায় গতকালই নিশ্চিত হয়ে গেছে। এই দলগুলো হলো – বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, জুভেন্টাস এবং এ্যাতলেটিকো মাদ্রিদ।
বিশ্বের সেরা ক্লাবগুলোকে নিয়ে ৩২ দলের এই আসরে আরও থাকছে দুই মহা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দলও। ২০২৫ ক্লাব নিশ্বকাপে মেসির ইন্টার মায়ামি ও রোনালদোর আল নাসরও অংশ নেবে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে সেমির স্বপ্নভঙ্গ বার্সার, জাভির কাঠগড়ায় রেফারি
ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৪/এমএস/বিটি