নিজেদের ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি বার্সেলোনা থেকে চলে যাওয়ার পর ক্লাবটিতে তেমনভাবে বড় কোন তারকার আর আগমন ঘটেনি। দলের কৌশলের সঙ্গে মিল রেখে প্রতিভাবান ফুটবলারদেরই দলে ভিড়িয়েছে তারা। চলতি শীতকালীন দলবদলেও এবার নতুন করে ফুটবলার দলে ভেড়াতে চায় কোচ জাভি হার্নান্দেজ। তবে এমবাপ্পে-হলান্ডদের মত তারকাদের দলে টানার সামর্থ্য বার্সার নেই বলে জানিয়েছেন জাভি।
২০১৭-২০১৯ মৌসুমে খেলোয়াড় কেনার পেছনে প্রচুর অর্থ খরচ করেছিল বার্সেলোনা। লিভারপুল থেকে ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনহো, অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ফরাসি তারকা আতোঁয়ান গ্রিজমান এবং বরুশিয়া ডর্টমুন্ড থেকে উসমান ডেম্বেলেকে দলে ভেরায় ক্লাবটি। কিন্তু এরপর থেকেই আর্থিক সংকটে হিমশিম খেতে থাকে স্প্যানিশ ক্লাবটি। যার ফলে অর্থাভাব কাটাতে মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয় বার্সেলোনা।
জাভির আশাবাদ এই শীতকালীন দলবদলে নতুন ফুটবলার কিনতে পারবে বার্সা। কিন্তু এমবাপ্পে-হলান্ডদের মত তারকাদের নিয়ে বার্সা কিংবদন্তির কোন ভাবনা নেই, ‘আমার দলে যেসব ফুটবলার আছে তাদের নিয়েই আমার পরিকল্পনা সাজাতে হচ্ছে। কারণ এই মুহুর্তে হলান্ড এবং এমবাপ্পের মত ফুটবলারকে কেনার মত আর্থিক সক্ষমতা বার্সেলোনার নেই।’
আপাতত দলে থাকা ফুটবলারদের নিয়েই শিরোপা জেতার আশা জাভির, ‘দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে আমরা আর্থিকভাবে স্থিতিশীল নই। দলে যারা আছেন তাদের নিয়েই আমাদের দল সাজাতে হবে, ভালো খেলে ম্যাচ জিততে হবে।’
বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে চতর্থ স্থানে অবস্থান করছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং জিরোনার থেকে এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্টে পিছিয়ে আছে কাতালান ক্লাবটি।
আরও পড়ুন: চীনে রোনালদোর ম্যাচকে ঘিরে ঘন্টাখানেকেই সব টিকিট বিক্রি শেষ
ক্রিফোস্পোর্টস/০৪জানুয়ারি২৪/এমএস/এমটি