Connect with us
ফুটবল

সেই এচেভেরিকে পেতে এবার প্রস্তাব দিলো বার্সেলোনা

Barcelona have made an offer to get Echeverri
এচেভেরি নিজেও বার্সেলোনায় খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। ছবি- সংগৃহীত

নতুন মেসি খ্যাত আর্জেন্টাইন তরুণ ফুটবলার ক্লাদিও এচেভেরিকে দলে ভেড়াতে আগ্রহী ইউরোপিয়ান ক্লাব গুলো। মাত্র ১৭ বছর বয়সে ট্রান্সফার মার্কেটে সাড়া ফেলেছেন তিনি। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে ভালো ভাবেই ক্লাব গুলোর নজর কেড়েছেন এচেভেরি। বর্তমানে খেলছেন রিভারপ্লেটের হয়ে।

খুব শীঘ্রই ইউরোপিয়ান ফুটবলে শীতকালীন মৌসুম শুরু হতে যাচ্ছে। ট্রান্সফার মার্কেটে নতুন উইন্ডো শুরুর আগে এখন থেকেই ইউরোপের নামী দামী ক্লাবগুলো তাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে। এই দৌড়ে আছে বার্সেলোনা, পিএসজি, ম্যানসিটি, চেলসির মতো জায়ান্ট ক্লাব গুলো।

আসন্ন দলবদলের নতুন উইনডোতে রিভারপ্লেটের কাছ থেকে এচেভেরিকে নিতে চায় বার্সেলোনা, এমনটাই দাবি করছে আর্জেন্টিনাইন রেডিও স্টেশন ‘লা রেদ’। আর্জেন্টাইন এই তরুণ তুর্কিকে দলে পেতে ৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়েছে এই স্প্যানিশ ক্লাবটি।

তবে বার্সেলোনার বর্তমান আর্থিক অবস্থা খুব একটা ভালো না হওয়ায় অগ্রিম কিছু ট্রান্সফার ফি দিয়ে রাখতে চায় এচেভেরিকে। এরপর বাকি টাকা ধাপে ধাপে কিস্তিতে শোধ করার পরিকল্পনা জানায় বার্সেলোনা। তবে দলবদলের বিশ্বস্ত সূত্র ফ্যাব্রিজিও রোমানো জানায়, বার্সেলোনার এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছে রিভারপ্লেট।

ঘটনা যদি সত্য হয় তবে এক্ষেত্রে এগিয়ে থাকবে ম্যানচেস্টার সিটি এবং চেলসি। এছাড়াও পর্তুগিজ ক্লাব বেনফিকাও আগ্রহ জানিয়েছে এচেভেরিকে দলে ভেড়াতে। তবে এচেভেরি চান বার্সেলোনার হয়ে খেলতে। বিশ্বকাপের আগে এক সাক্ষাতকারে এমনটাই বলেছিলেন তিনি।

সেসময় তিনি জানিয়েছিলেন, ‘রিভার প্লেটের মতো আমি বার্সেলোনাতে খেলতে চাই। আমি মেসির একজন ভক্ত। আমি তাকে সেখানে খেলতে দেখেছি। সেই ছোটবেলা থেকে আমি ক্লাবটির খেলা দেখে আসছি।’

সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এচেভেরি করেছেন ৫ গোল। যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এর আগে অনূর্ধ্ব–১৭ কোপা আমেরিকা দিয়ে সকলের নজরে আসেন তিনি। সেই টুর্নামেন্টে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিলেন এচেভেরি।

আরও পড়ুন: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তিতে মেসির বার্তা

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৩/এসএফ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল