Connect with us
ফুটবল

বড় জয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়াল বার্সেলোনা

Barcelona won against Osasuna
বার্সেলোনার জয়। ছবি- সংগৃহীত

রিয়ালের সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকেই লা লিগায় তালিকার শীর্ষেই ছিল বার্সেলোনা। এবার ওসাসুনার বিপক্ষে বড় জয় নিশ্চিত করে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও মজবুত করল বার্সা। রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে তারা।

গতকাল ঘরের মাঠে প্রতিপক্ষ ওসাসুনাকে ৩-০ গোলের বড় ব্যবধান পরাজিত করেছে বার্সেলোনা। এই ম্যাচটি অবশ্য হওয়ার কথা ছিল গত ৮ মার্চ, তবে খেলা শুরু হওয়ার ২০ মিনিট আগে বার্সার চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার আকস্মিক মৃত্যুতে তা স্থগিত করা হয়েছিল।

এদিন বার্সেলোনার হয়ে গোল করেছেন ফেরান তোরেস, দানি ওলমো এবং রবার্ট লেভানদোভস্কি। ম্যাচের শুরুতেই মাত্র ১১ মিনিটে তোরেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২১ মিনিটে পেনাল্টি থেকে দলের গোল ব্যবধান দ্বিগুণ করেন ওলমো। এতে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।

আরও পড়ুন:

» ইতিহাসের ব্যয়বহুল অলিম্পিক আয়োজন করতে চায় ভারত

» বাফুফের ফুটবলার ট্রায়াল পরিকল্পনা, সুযোগ পাবেন প্রবাসীরাও!

দ্বিতীয়ার্ধে লেভানদোভস্কির গোলে ব্যবধান আরও বাড়ায় তারা। বিপরীতে ওসাসুনা কোন গোলের দেখা না পেলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এতে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগার তালিকায় নিজেদের শীর্ষস্থান মজবুত করল তারা। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। আর ৩৩ পয়েন্ট নিয়ে ওসাসুনার অবস্থান ১৪তম।

এদিকে আন্তর্জাতিক বিরতির মাত্র এক দিন পর ম্যাচটি আয়োজন করাকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন বার্সা কোচ হানসি ফ্লিক। দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় রাফিনহা এই ম্যাচে খেলতে পারেননি, কারণ তিনি ব্রাজিল থেকে দীর্ঘ ভ্রমণের পর বিশ্রামে ছিলেন। তবে বাকিদের দুর্দান্ত পারফর্মে ম্যাচ জিততে অসুবিধা হয়নি বার্সার।

ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল