Connect with us
ফুটবল

‘সেভেন আপ’ মনে করালো বার্সেলোনা, ভ্যালেন্সিয়ার জালে ৭ গোল

Barcelona vs Valencia

স্কোরলাইন ৭-১ মানেই ব্রাজিলের সেই সেভেনআপ দুঃখের কথা মনে পড়ে যায়। জার্মানির বিরুদ্ধে ওই হারের ক্ষত এই স্কোরলাইন দেখলে ব্রাজিলের রক্তক্ষরণ বাড়িয়ে দেয়। এবার বার্সেলোনা সেই স্কোরলাইন তৈরি করলো। লা লিগায় উড়তে থাকা বার্সেলোনার আগুনে পুড়লো ভ্যালেন্সিয়া।

স্প্যানিশ লিগে পয়েন্ট টেবিলে অবনমন অঞ্চলে থাকা দলটির জালে গোল উৎসব করে চার ম্যাচ পর জয়ে ফিরলো কাতালান জায়ান্ট ক্লাবটি। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে রবিবার জয় তাদের ৭-১ ব্যবধানে। লা লিগায় সবশেষ চার ম্যাচে জয়শূন্য থাকা বার্সা ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায়।

Yamal Barca

এভাবে সাতবার উল্লাসে মেতে ওঠে কাতালানরা

ডি-বক্সে লামিনে ইয়ামালের ক্রস পেয়ে অরক্ষিত ফ্রেংকি ডি ইয়ং জাল খুঁজে নেন। অষ্টম মিনিটে আলেহান্দ্রো বাল্দের ক্রস থেকে ফেররান তরেস ব্যবধান দ্বিগুণ করেন। চতুর্দশ মিনিটে ফের্মিন লোপেসের পাস থেকে রাফিনিয়া ব্যবধান আরও বাড়িয়ে নেন। ২৪ মিনিটে ফের্মিন লোপেস স্কোরলাইন ৪-০ করে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে তার দ্বিতীয় গোল তুলে নেন।


আরও পড়ুন:

» বিপিএলে সাকিবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন তাসকিন

» বিদেশিরা দরজা খোলেননি, মালিককে নিয়ে নাচলেন তাসকিনরা


প্রথমার্ধে গোলের জন্য শট নিতে না পারা ভ্যালেন্সিয়া ৫৯ মিনিটে হুগো দুরো’র গোলে ব্যবধান কমায়। রাফিনিয়ার বদলি নামা রবের্ত লেভান্দোভস্কি ৬৬ মিনিটে ফের পাঁচ গোলের ব্যবধান এনে দেন। চলতি লিগে পোলিশ স্ট্রাইকারের গোল হলো সর্বোচ্চ ১৭টি। আর ৭৫ মিনিটে ভ্যালেন্সিয়ার সিজার তারেগা নিজেদের জালে বল পাঠালে সপ্তম গোলের দেখা পায় হ্যান্সি ফ্লিকের দল।

Barca Rafinya

ব্রাজিলিয়ান রাফিনহার সৌভাগ্য হয়েছে এই সেভেন আপ দেখার

রাতের এই খেলা শেষে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে উঠলো বার্সা। সমান খেলায় রিয়াল মাদ্রিদ ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে, অ্যাটলেটিকো মাদ্রিদ ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল