Connect with us
ফুটবল

বার্সেলোনা এক রাতে এত সুখবর পেল!

Barcelona won Spanish super league semifinal
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনার জয়- সংগৃহীত

গেল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর লা লিগায় দানি ওলমো এবং পাউ ভিক্টরের নিবন্ধন বাতিল করা হয়। কারণ, লা লিগার আর্থিক সংগতি নীতির (এফএফপি) সঙ্গে মিল রেখে তাঁদের দলে রাখার ব্যাপারটি বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। এতে করে দলটির হয়ে খেলার ছাড়পত্র পাননি ওলমো ও ভিক্টর।

এদিকে গতকাল রাতে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে আতলেতিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ সেই দুই ফুটবলারকে পায়নি কাতালানরা। তবে এরপরই এক সাথে সকল সুখবর পায় বার্সা। ওলমো ও ভিক্টর অস্থায়ীভাবে ভাবে পেয়েছেন খেলার সুযোগ।

গত রাতে স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত কনসেজো সুপিরিয়র দে দেপোর্তেস (সিএসডি) অস্থায়ীভাবে এই দুই ফুটবলারকে বার্সেলোনার হয়ে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে। এমন সুখবর পাওার রাতে আরও এক সুসংবাদ পেয়েছে কাতালানরা। আতলেতিক ক্লাব বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে গেছে বার্সেলোনা।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে পাকিস্তানে নতুন দুশ্চিন্তা

» শেষ মুহূর্তের আক্ষেপে ইউরোপে খেলা হচ্ছে না ঋতু-সাবিনার

সেমিফাইনালে মাঠে নামার আগে সিএসডির রায় না আসায় এদিন খেলতে পারেননি ওলমো ও ভিক্টর। দুই খেলোয়াড়ের অনুপস্থিতিতেও জয় পেয়েছে বার্সেলোনা। বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে তারা। এতে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বার্সা। এর পাশাপাশি একই রাতে গুরুত্বপূর্ণ দুই ফুটবলারকে খেলার সুযোগ পেয়েছে তারা। এতে ফাইনালের আগে বেশ স্বস্তিতেই রয়েছে কাতালানরা।

এদিকে ওলমোর জায়গায় গতরাতে খেলতে নেমেছেন গাভি। বার্সেলোনার জয়ের ম্যাচে দুটি গোলেই অবদান রেখেছেন ২০ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। ম্যাচের ১৭ মিনিটে গাভির গোলে এগিয়ে যায় বার্সেলোনা।দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে বিলবাওয়ের রক্ষণ ভেদ করে গাভি পাস দেন লামিনে ইয়ামালকে। দ্বিতীয় গোলটা আসে এই তরুণ স্প্যানিশের পা থেকেই।

আজ জেদ্দায় বাংলাদেশ সময় রাত ১টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে যে জিতবে সেই হবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ বার শিরোপা জিতেছে বার্সেলোনা। অপরদিকে ১৩ বার চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল। তাই এবার কাতালানদের স্পর্শ করার সুযোগ থাকছে মাদ্রিদের কাছে।

ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল