Connect with us
ফুটবল

বিলবাওর মাঠে পয়েন্ট ভাগাভাগি করল বার্সেলোনা

বিলবাও বনাম বার্সেলোনা ম্যাচ। ছবি- সংগৃহীত

চলতি মৌসুমে কিছুটা এলোমেলো বার্সেলোনা। খেলার মাঠে যেন দুঃসময় কাটছেই না গতবারের লিগ চ্যাম্পিয়নদের। লা লিগায় শেষ চার ম্যাচের দুটিতেই ড্র করেছে জাভির দল। এবারের লিগ শিরোপা জয়ের লড়াই থেকেও অনেকটা ছিটকে গেছে দলটি।

রবিবার (৩ মার্চ) লা লিগায় অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেটিক বিলবাওর মুখোমুখি হয় বার্সেলোনা। এই ম্যাচে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।

বিলবাওর মাঠে ম্যাচের ২৪ মিনিটে বিপদে পড়ে বার্সেলোনা। চলতি মৌসুমে দারুণ খেলতে থাকা ফ্রেংকি ডি ইয়ং বল দখলের সময় হেড দিতে গিয়ে পড়ে বাজেভাবে চোট পান। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি এই ডাচ মিডফিল্ডার।

ম্যাচে ৩১ তম মিনিটে দুটো সুযোগ পায় সফরকারীরা। প্রথমে বক্স থেকে বেরিয়ে এসে ডি ইয়ংয়ের বদলি হিসেবে নামা ফারমিনের শট ফিরিয়ে দেন বিলবাওয়ের গোলরক্ষ। তবে ফিরতি বল চলে যায় জোয়াও কানসেলোর পায়ে। তার নেওয়া লং রেঞ্জের শট গোলরক্ষক সিমন আটকাতে না পারায় প্রায় জালে আঘাত হানছিলো। তবে শেষ মুহূর্তে ডিফান্ডার আলভারেজে বলটি বিপদমুক্ত করায় গোল বঞ্চিত হয় বার্সেলোনা।

বিরতিতে যাওয়ার আগে আবারো বিপদে পড়ে বার্সেলোনা। এবার চোটে পড়ে মাঠ ছাড়েন পেদ্রি।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে কোন গোলের দেখা পায়নি বার্সেলোনা। সমামে সমানে লড়াই চালিয়ে গেছে স্বাগতিকরাও। শেষদিকে হেড থেকে গোলের সুযোগ তৈরি করেছিল বিলবাও। তবে দানি গার্সিয়ার হেড গোলবারের বাইরে আঘাত হানে। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।

এই ম্যাচে পয়েন্ট হারানোয় টেবিলের দুইয়ে উঠার সুযোগ হারিয়েছে বার্সেলোনা। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে দলটি। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা জিরোনার পয়েন্ট ৫৯ এবং শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬।

আরও পড়ুন: ম্যানচেস্টার ডার্বিতে পিছিয়ে পরেও সিটির জয়

ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল