লা লিগা বেশ কিছুদিন যাবত নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। তবে এবার যেন সেই অবস্থানে ধাক্কা খেতে যাচ্ছে কাতালানরা। নিজেদের শেষ পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে বেশ চিন্তিত বার্সা। অপরদিকে তাদের এমন খাপছাড়া পারফরমেন্সের পাশাপাশি টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ।
গতকাল রিয়াল বেটিসের কাছে যোগ করা সময়ে গোল হজম করে পয়েন্ট হারায় বার্সেলোনা। আর এতেই চাপে পড়ে রাফিনহা-লেভান্ডফস্কিরা। ২-২ গোলে ম্যাচ ড্র করে তারা। এরপরেই রাতের ম্যাচে বড় জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। জিরোনাকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে লস ব্লাঙ্কোসরা।
লা লিগায় এখন পর্যন্ত নিজেদের খেলা ১৭ ম্যাচে ১২ জয়ের বিপরীতে ২ ড্র এবং ৩ হারে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। অপরদিকে এক ম্যাচ কম খেলেই ১১ জয় ৩ ড্র এবং ২ হারে ৩৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনার ঘাড়ে নিশ্বাস ফেলছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলায় নিজেদের জয়ের ধারা ধরে রেখে শীর্ষে উঠতে চাইবে তারা।
আরও পড়ুন:
» স্বপ্নের ক্লাবে নিজেকে ফিরে পাবেন এমবাপ্পে?
» ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচসহ আজকের খেলা (৮ ডিসেম্বর ২৪)
গতকাল প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ৩৯তম মিনিটে ওয়ান-টু-ওয়ান পাসে গড়ে ওঠা আক্রমণ থেকে ডি বক্সের ভেতর বল পেয়ে যান লেভান্ডফস্কি। দারুন ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন তিনি। প্রথমার্ধে লিড নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয় আর্ধে ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল পেয়ে সমতায় ফেরে বেটিস।
তবে শেষ দিকে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। বক্সের মধ্যে সতীর্থের বাড়ানো বল থেকে গোল খুঁজে নেন স্প্যানিশ ফুটবলার ফেরান তোরেস। কিন্তু ম্যাচের যোগ করার সময় গিয়ে বার্সাকে পয়েন্ট হারানোর ধাক্কা দেয় রিয়াল বেটিস। সতীর্থের লম্বা জোড়ালো শটে পা দিয়ে দিক পরিবর্তন করে বার্সার জালে বল জড়ান আসানি দিয়াও। এতেই ম্যাচ শেষ হয় সমতায়।
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৪/এফএএস