ফুটবল মাঠে সময়টা ভালো কাটছে না বার্সেলোনার। চলতি মৌসুমে নীচের সারির দলগুলোর সাথে পয়েন্ট খুইয়েছে জাভির দল। এবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এসেও বিবর্ণ বার্সেলোনা। নাপোলির মাঠে এগিয়েও গিয়ে শেষ পর্যন্ত ড্র নিয়ে ফিরতে হয়েছে লেভানডফস্কি-পেদ্রিদের।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে নাপোলির মুখোমুখি হয়েছে বার্সেলোনা। এই ম্যাচে ১-১ গোলে ড্র করেছে জাভির দল।
নাপোলির ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে শুরু থেকেই সমানে সমানে লড়তে থাকে দুটো দল। প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করেও ভালো ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি বার্সেলোনা।
গোলহীন প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধ্বে লেভানডফস্কির গোলে লিড নেয় বার্সেলোনা। ম্যাচের ৬০ মিনিটে পেদ্রির পাস থেকে বল জালে জড়ান এই পোলিশ তারকা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা।
ম্যাচের ৭৫ মিনিটে গোল শোধ করে নেয় নাপোলি। স্বাগতিকদের হয়ে গোলটি করেন নাইজেরিয়ান তারকা ভিক্টর ওসিমেন। ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের সুযোগ তৈরি করেছিলেন গুনদোয়ান। তবে তার নেওয়া শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
আগামী ১৩ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুটো দল।বার্সেলোনার ঘরের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আরও পড়ুন: এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ আটে আল নাসর
ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৪/এমটি