লা লিগায় নিজেদের অষ্টম ম্যাচে সেভিয়াকে হারিয়েছে বার্সেলোনা। পুরো ম্যাচে দাপট ধরে রাখা বার্সেলোনা সেভিয়ার রক্ষণ ভাঙতে ব্যার্থ হচ্ছিল বারবার। তবে ম্যাচের ৭৬ মিনিটে এসে সেভিয়ার ডিফেন্ডার সার্জিও রামোস এর আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ওই গোলেই নির্ধারিত হয় জয়।
শুক্রবার রাতে ১-০ গোলের জয়ের পর বার্সোলোনা লা লিগার টেবিলে শীর্ষস্থান দখল করে। ৮ ম্যাচে ৬ জয় এবং ২ ড্র নিয়ে টেবিল টপার এখন তারা। ২য় স্থানে রয়েছে জিরোনা এবং রিয়াল মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে।
গত বুধবার রাতে ম্যালোর্কার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল বার্সলোনা। তাই এ ম্যাচে জয় পাওয়া তাদের জন্য জরুরি ছিল। বার্সেলোনা প্রথম থেকে এ্যাটাকিং ফুটবল খেললেও সেভিয়ার রক্ষণ ছিল খুবই ভাল।
ম্যাচের ২২ মিনিটে ফেলিক্সের দুর্দান্ত এক শট একটুর জন্য জাল খুজে পায়নি, বারে লেগে মিস হয়ে যায় গোল। এরপর একাধিক সুযোগ তৈরি হলেও স্কোর করতে পারেনি কোনো দল
হাফটাইমের পর আরও আক্রমণাত্মক হয় বার্সেলোনা। সেভিয়া নিজেদের রক্ষণ কঠিন করে তুলেছিল। ম্যাচ শেষ হবার ১৪ মিনিট আগে, বার্সেলোনার ফরোয়ার্ড ইয়ামালের ক্রস থামাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেয় রামোস। এবারের লা লিগায় এখনও অপরাজিত রয়েছে বার্সেলোনা।
আরও পড়ুন: একই মাঠে ফের দেখা যাবে মেসি-রোনালদোকে?
ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৩/এমকে/এজে