Connect with us
ফুটবল

রিয়ালের জালে ৫ গোল দিয়ে সুপার কাপ শিরোপা জিতল বার্সেলোনা

FC Barcelona win 15th Spanish Super Cup
আসরে রেকর্ড ১৫ বারের মতো শিরোপা জিতল বার্সেলোনা। ছবি- গুগল

এল-ক্লাসিকো যেমন হওয়ার কথা তাই হয়েছে। সৌদি আরবের মাটিতে সুপারকোপার ফাইনালে রিয়াল মাদ্রিদের জালে গুনে গুনে ৫টি গোল দিয়ে শিরোপা জিতে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

রোববার বাংলাদেশ সময় রাত ১টায় সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে বছরের প্রথম এল-ক্লাসিকো খেলতে নামে ইউরোপের এ দুই জায়ান্ট।

স্প্যানিশ সুপার কাপের এবারের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে রেকর্ড ১৫ বারের মতো শিরোপা জিতল বার্সেলোনা।

ম্যাচের শুরুতে মাত্র ৫ মিনিটের মাথায় হ্যান্সি ফ্লিকের শিষ্যদের অবাক করে বল জালে পাঠান ফরাসি বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এর পরের দৃশ্যটা অবশ্য রিয়ালের জন্য সুখকর নয়। শুরুতে গোল খেয়ে তেতে উঠা কাতালান শিবির রিয়ালের প্রতিরোধ ভেঙে একে একে বল জালে পাঠায়। ম্যাচের ২২ মিনিটে রিয়ালের ডিফেন্স ফাঁকি দিয়ে বার্সাকে সমতায় ফেরান তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। এর পর ৩৬ মিনিটে লিড এনে দেন লেভানদোভস্কি, ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান রাফিনহা। বিরতির আগে আলেহান্দ্রো বালদে রিয়ালের জালে গোল উৎসবের ১ হালি পূর্ণ করেন।


আরও পড়ুন :

» মাত্র ৪২ মিনিট খেলেই প্রায় ৩০ কোটি টাকা আয় নেইমারের

» আসিফ হোসেন খান, রাইফেলের ফুলকিতে সোনা জয়ের গল্প

» ফুটবল ক্লাবের মালিকানা কিনতে চান ভিনিসিয়ুস


দ্বিতীয়ার্ধেও মাঠে আগ্রাসী ছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের ৪৮ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন রাফিনহা। ম্যাচে তখন ৫-১ গোলে এগিয়ে বার্সা। তবে ম্যাচের ৫৭ মিনিটে এমবাপ্পেকে ঠেকাতে গিয়ে লাল কার্ড দেখেন বার্সা গোল কিপার। এমবাপেকে ডি-বক্সের বাইরে ফাউল করে লাল কার্ড দেখেন গোলরক্ষক সিজনি। এতে ১০ জনের বার্সা প্রথম ধাক্কা খায়। ফ্রি কিকে রিয়ালের হয়ে গোল আদায় করে নেন তরুণ ফুটবলার রদ্রিগো। এতে ২-৫ গোলে ব্যবধান কমে রিয়ালের। তবে শেষ পর্যন্ত ১০ জনের বার্সা ঠেকাতে পারেনি এমবাপ্পেরা। ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

Kylian Mbappé and Lamine Yamal

এমবাপ্পে ও ইয়ামাল। (Mbappé-Yamal) ছবি- সংগৃহীত

পুরো ম্যাচে ফাউল হয়েছে ২৭টি। এতে দেখানো হয় ১০টি কার্ড, এক লাল কার্ডে ১০ জনে পরিণত হয়েছিল বার্সেলোনা। তবুও ৫২ শতাংশ বলের দখল ছিল তাদের। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ১০ জনের বার্সেলোনা।

FC Barcelona win 15th Spanish Super Cup 2

শিরোপা জয়ের উৎসবে মেতেছে কাতালানরা। ছবি – সংগৃহীত

এদিকে গত অক্টোবরে এল-ক্লাসিকো হয়েছিল। যেখানে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ৪-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। এবার নতুন বছরের শুরুতেও পারলো না কার্লো আনচেলত্তির শিষ্যরা।

FC Barcelona

রিয়ালের জালে একে একে গোল করে বার্সা ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি- সংগৃহীত

এ নিয়ে টানা তিন মৌসুমেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতে মুখোমুখি হয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তিনবারের দেখায় দুইবার শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। ২০২৩ সালে জিতেছিল বার্সেলোনা, পরের বছর সুপারকোপা জিতে রিয়াল মাদ্রিদ। ২০২৫ সালের স্প্যানিশ সুপার কাপ ট্রফি নিজেদের করে নিলো ইয়ামালরা।

টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রিয়ালের চেয়ে দুবার বেশি অর্থাৎ ১৫ বার স্প্যানিশ সুপার কাপ জয় করলো কাতালানরা।

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল