ম্যাচের বয়স মাত্র ১৭ সেকেন্ডেই কিছু বুঝে ওঠার আগেই ঘরের মাঠে গোল হজম করে বার্সেলোনা। গেল মাসেও লা লিগায় গ্রানাডার বিপক্ষে প্রথম মিনিটে গোল খেয়েছিল তারা। মৌসুমে দ্বিতীয়বারের মতো দ্রুত গোল হজম করল বার্সা। তবে রবার্ট লেভানদোভস্কির নৈপুণ্যে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা।
রবিবার (১২ নভেম্বর) এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে আলাভেসের মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচের প্রথম মেয়েটা পিছিয়ে পড়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। ম্যাচে দুটি গোলই করেন পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি।
ম্যাচের প্রথম মিনিটেই জাভি লোপেজের সহায়তায় গোল করে আলাভেসকে লিড এনে দেন স্যামুয়েল ওমোরোডিয়ন। শুরুতে পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ করে যায় বার্সেলোনা। তবে প্রথমার্ধে আর সমতায় ফেরা হয়নি তাদের। আলাভেজও পেয়েছিল ব্যবধান বাড়ানোর সুযোগ। তবে তা কাজে লাগাতে না পারলে ১-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয় আর্ধের শুরু থেকেই আক্রমণ অব্যাহত রাখে বার্সেলোনা। এতে করে ম্যাচের ৫৩ মিনিটে জুলস কুন্দের ক্রস থেকে বল বক্সের মধ্যে পায়ে যান লেভানদোভস্কি। কোন সুযোগ হাতছাড়া না করে দারুন হেডে বল জালে জড়ান এই পোলিশ স্ট্রাইকার। গোল সমতা নিয়ে এগুতে থাকে ম্যাচ।
একের পর এক আক্রমণ প্রতিহত করতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করে পেনাল্টি হজম করে আলাভেজ। পেনাল্টির সুযোগ পেয়ে ম্যাচের ৭৮ মিনিটে সময় জয় সূচক গোলটি করেন লেভানদোভস্কি। ম্যাচে আর কোন গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জিরোনা এবং ৩২ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: টেনিসের জমজমাট ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৩/এসএফ/এজে