এর আগে সবশেস ২০১৪-১৫ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল বার্সেলোনা। এরপর দীর্ঘ ৯ বছর কেটে গেলেও আর তাদের বিপক্ষে জয়ের দেখা পাচ্ছিল না কাতালানরা। এবার রাফিনহার হ্যাটট্রিক গোলে সেই অপেক্ষার অবসান ঘটাল বার্সা।
গতকাল বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল লেভান্ডফস্কির দল। যেখানে প্রতিপক্ষকে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে বার্সেলোনা। রাফিনহার হ্যাটট্রিক ছাড়া বাকি এক গোল করেন লেভান্ডফস্কি।
এদিন ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই বায়ার্নের জালে বল জড়ান রাফিনহা। আচমকা বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন তিনি। বায়ার্নের গোলরক্ষককে ফাঁকি দিয়ে সহজেই বার্সেলোনাকে লিড এনে দেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। যদিও শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়েছিল বায়ার্ন।
ম্যাচের ১০ম মিনিটেই গোল পেয়ে গিয়েছিল তারা। ডি-বক্সের মধ্যে সতীর্থের বাড়ানো এক বলে হেড করেন গোল করেন হ্যারি কেইন। তবে শেষ পর্যন্ত তা বাতিল হয় অফসাইডে। যদিও এর ৬ মিনিট বাদেই আবার বার্সেলোনার জালে বল জড়ান এই ইংলিশ ফুটবলার।
আরও পড়ুন:
» মিরপুর টেস্টের চতুর্থ দিনসহ আজকের খেলা (২৪ অক্টোবর ২৪)
» গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, খেলবে রংপুর রাইডার্স
ম্যাচে সমতা ফিরলেও প্রথমার্ধেই আবার লিড নেয় বার্সা। এবার গোল করেন লেভান্ডফস্কি। প্রতিপক্ষ গোলরক্ষক ও রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে বায়ার্নের জালে বল জড়ান তিনি। এরপর প্রথমার্ধের শেষ মিনিটে বক্সের এক কর্নার থেকে আড়াআড়ি শটে দারুন গোল করেন রাফিনহা।
বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পর দ্বিতীয়ার্ধের শুরুতে অনেকটা একই রকম অবস্থান থেকে জালে বল জড়ান রাফিনহা। তবে আগের বার উড়ন্ত শট করলে এবার করেন মাটি কামরানো শট। যা ঠেকাতে ব্যর্থ হন প্রতিপক্ষ গোলরক্ষক। আর এতেই হ্যাটট্রিক পূরণ করেন এই ব্রাজিলিয়ান।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দশম অবস্থানে রয়েছে বার্সেলোনা।
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৪/এফএএস