লা লিগায় নতুন ইতিহাস গড়েছেন ১৬ বছরের এক কিশোর। ভেঙেছেন আনসু ফাতির রেকর্ড। কাতালান ক্লাবটির হয়ে সবচেয়ে কম বয়সে গোলের এসিস্ট এখন তার। কিশোরের নাম লামিনে ইয়ামাল। ১৬ বছর বয়সী উইঙ্গার লামিনে লা লিগায় গড়লেন সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট করার ইতিহাস।
রবিবার রাতে বার্সলোনা-ভিয়ারিয়াল ম্যাচে সাত গোলের উৎসব শেষে সামনে এসেছে লামিনের নাম। গোলবন্যার ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে বার্সেলোনা জিতেছে ৪-৩ ব্যবধানে।
ভিয়ারিয়ালের মাঠে ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই ২-০ লিড নেয় কাতালানরা। ১২ মিনিটে গাভি, ১৫ মিনিটে ফ্রেংকি ডি ইয়ং গোল করেন। ৪০ মিনিটের মধ্যে দুই গোল শোধ দিয়ে বিরতিতে যায় স্বাগতিক ভিয়ারিয়াল। গোল দুটি আসে আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়থ ও নরওয়ের ফরোয়ার্ড আলেক্সান্ডার সার্লথের পা থেকে।
বিরতি থেকে ফিরে এগিয়ে যায় স্বাগতিকরা। লিড এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স বায়ানা। ফেররান তরেস ৬৮ মিনিটে ও লেভানডোভস্কি ৭১ মিনিটে গোল করে স্বস্তিতে ভাসায় বার্সাকে।
এই দুই গোলেই অবদান রেখে লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী অ্যাসিস্ট হিসেবে সতীর্থ আনসু ফাতির রেকর্ড টপকে যান ১৬ বছরের স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল। ইয়ামালের দুটি শট আটকে যায় পোস্টে।
তিন ম্যাচে এক ড্র ও দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে বার্সেলোনা। তিনটি জয় নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আর দুইয়ে জিরোনা।
আরও পড়ুন: ইউএস ওপেন ও সৌদি প্রো লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৩/এজে