কে জিতবে, ঘরের দল নাকি ঘরের ছেলে! এমন প্রশ্ন আজ দেখা দিয়েছিল বিপিএলের মঞ্চে। তবে শেষ পর্যন্ত চিটাগং কিংসকে তাদের মাঠে হারিয়েছে চট্টগ্রামের লোকাল বয় তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। আর এই জয় বিপিএলের পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বরিশাল।
আজ দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়ে স্বাগতিক দল চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। এদিন ঘরের মাঠে ব্যাটিং ব্যর্থতায় পড়ে মোহাম্মদ মিথুনের চিটাগং কিংস। নির্ধারিত ওভারে মাত্র ১২১ রান সংগ্রহ করতে পারে তারা। ডাভিড মালানের ফিফটিতে ভর করে যা ১৯ বল আগে সহজেই টপকে যায় ফরচুন বরিশাল।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে চিটাগং কিংস। যেখানে দলকে ভালো শুরুর আশা দেখায় ওপেনার উসমান খাজা। তবে নিজের স্কোর বড় করতে পারেননি তিনি। খেলেছেন ১৩ বলে ১৯ রানের ইনিংস। আরেক ওপেনার পারভেজ ইমন ফিরেছেন মাত্র ১ রান করে। গ্রাম ক্লার্ক আগ্রাসী হওয়ার আভাস দিলেও উইকেট বিলিয়েছেন ৪ বলে ৮ রান করে।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পক্ষে সাবেক ভারতীয় ক্রিকেটারের বাজি
» সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যে মামলায় ফাঁসলেন তিনি
উসমান খান বাদে কেবল মোহাম্মদ মিথুন এবং আরাফাত সানি পেয়েছেন দুই অঙ্কের রান। বাকি সবাই ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ। মিথুন খেলেন ৩৪ বলে ৩৫ রানের ধীরগতির ইনিংস। তার চেয়েও মন্থর ব্যাটিং করেছেন আরাফাত সানি। তিনিও ৩৪ বল মোকাবিলা করলেও বিপরীত রান করেন মাত্র ২৭ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে চিটাগং।
এদিকে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। মাত্র ৮ রান করে বিদায় নেন দলটির অধিনায়ক এবং চট্টগ্রামের লোকাল বয় খ্যাত টাইগার ক্রিকেটার তামিম ইকবাল। সুবিধা করতে পারেননি তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদও। তবে মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওপেনার ব্যাটার ডাভিড মালান।
৪১ বলে তিনি খেলেন ৫৬ রানের ইনিংস। যেখানে ছিল ২টি ছক্কা এবং ৩টি চারের মার। আর মোহাম্মদ নবীর ব্যাট থেকে আসে ২১ বলে অপরাজিত ২৬ রান। এতে করে ১৬ ওভার ৫ বলে লক্ষ্য পূরণ করে নেয় বরিশাল। ফলে সাত ম্যাচের পাঁচটিতে জিতের ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে তারা। বরিশালের কাছে হেরে একধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে এসেছে চিটাগং।
ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৫/এফএএস