চলতি বছরের শেষদিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। নতুন আসরকে সামনে রেখে দল গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। শিরোপা ধরে রাখার লড়াইয়ে আগে ভাগেই তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
আগামী ১৪ অক্টোবর বিপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই সরাসরি চুক্তিতে ইংলিশ তারকা ক্রিকেটার ডেভিড মালানকে দলে ভিড়িয়েছে বরিশাল। দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান।
এখন পর্যন্ত বিপিএলের চারটি আসরে খেলেছেন মালান। ২০১৬ সালে প্রথমবার বিপিএল খেলতে আসেন তিনি। সেবার খেলেছিলেন বরিশালের হয়ে। এরপর ২০১৯ সালে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি।
আরও পড়ুন:
» বিপিএলে থাকছে না কুমিল্লা, কী ভাবছেন ইমরুল?
» বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, সরাসরি দেখুন
পরবর্তী আসরে মালান খেলেছেন কুমিল্লার হয়ে এবং এটাই ছিল তার সেরা আসর। সেই আসরে ১১ ইনিংসে প্রায় ৫০ গড়ে ৪৪৪ রান করেছিলেন এই তারকা। যেখানে ১টি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি ছিল। এছাড়া সর্বশেষ ২০২৩ বিপিএলেও কুমিল্লার হয়ে খেলেন মালান। তবে পুরো সময়ের জন্য ছিলেন না তিনি।
এবারের আসরে মালান আবারও ফিরছেন বরিশাল। তাকে পুরো সময়ের জন্য পাচ্ছে ফ্রাঞ্চাইজিটি। এছাড়া পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফকেও দলে ভিড়িয়েছে বরিশাল। গত আসরে খুলনার হয়ে খেলেন তিনি।
এছাড়া গত আসরে বরিশালের হয়েও মাঠ মাতানো ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারও বরিশালের হয়ে খেলবেন এবার। তবে তারা শেষদিকে দলে যোগ দেবেন।
ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৪/বিটি