চলতি বিপিএলের শুরুতে কিছুটা নড়বড়ে ছিলো ফরচুন বরিশাল। একাধিক তারকা ক্রিকেটারকে খেলিয়েও আশানুরূপ ফলাফল পাচ্ছিলো না দলটি। শুরুর চার ম্যাচের ৩টিতে হেরে আসর থেকে কিছুটা ছিটকে গিয়েছিল তামিমরা। তবে শেষ পাঁচ ম্যাচে ৪ জয় তুলে নিয়ে শক্ত অবস্থানে রয়েছে দলটি।
আজ (বুধবার) নিজেদের নবম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয় ফরচুন বরিশাল। এই ম্যাচে ঢাকাকে ২৭ রানে হারিয়েছে তামিম-সৌম্যরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন তামিম ইকবাল। এছাড়া সৌম্য সরকার ২৮, আহমেদ শেহজাদ ২৪ এবং শেষদিকে ৬ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন মোহাম্মদ সাইফউদ্দিন।
ঢাকার হয়ে আলাউদ্দিন বাবু ৩টি, তাসকিন আহমেদ ২টি এবং শরিফুল ইসলাম ১টি উইকেট নেন।
১৮৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ১৫৯ রান করতে সক্ষম হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন অ্যালেক্স রস। বরিশালের হয়ে ৩টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও খালেদ আহমেদ।
এই জয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে টপকে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে বরিশাল। ৯ ম্যাচে ৫ জয়ে বরিশালের পয়েন্ট ১০।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ১৮৬/৬ (২০ ওভার)
দুর্দান্ত ঢাকা: ১৫৯/৮ (২০ ওভার)
ফলাফল: ফরচুন বরিশাল ২৭ রানে জয়ী
আরও পড়ুন: পাঁচ বছর দখলে রাখা মুকুট হারালেন সাকিব
ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৪/এমটি