বিপিএলে এখন পর্যন্ত নিজেদের প্লে-অফ নিশ্চিত করেছে তিন দল। শেষ স্থানটির জন্য এখনো লড়াই চলছে ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্সের মধ্যে। রাউন্ড রবিন লিগ পর্বে এই দুই দলের বাকি একটি করে ম্যাচ। তবে টুর্নামেন্টের এমন গুরুত্বপূর্ণ সময়ে এসে হোচট খেলো বরিশালের ফ্রাঞ্চাইজিটি। শেষ ম্যাচের আগে দুই বিদেশি ক্রিকেটারকে হারিয়েছে দলটি।
আগামী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোড়িয়ান্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। এই ম্যাচে কুমিল্লাকে হারাতে পারলে কোন যদি কিন্তু হিসাব ছাড়াই প্লে-অফে পৌঁছে যাবে তামিম ইকবালের দল। তবে হেরে গেলে তাকিয়ে থাকতে হবে নানা সমীকরণের দিকে।
তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বরিশালের দলে পাওয়া যাবে না ইংলিশ ব্যাটার টম ব্যান্টন এবং দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশভ মহারাজকে। এই আসরে কিছু ম্যাচ বরিশালের হয়ে খেললেও প্লে অফ নিশ্চিতের আগে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। এতে বিদেশি ক্রিকেটারদের সংকটে পড়েছে দলটি।
জানা যায় গতকাল মঙ্গলবারই বিপিএল ছেড়েছেন এই দুই ক্রিকেটার। তবে টম ব্যান্টন ও কেশভ মহারাজ চলে গেলেও বরিশালে যোগ দেয়ার কথা শোনা যাচ্ছে আরেক তারকা ক্রিকেটার ডেভিড মিলারের। কিন্তু কবে নাগাদ ফরচুন বরিশালের ডেরায় যোগ দিতে পারেন তিনি, সে বিষয়ে কিছু জানা যায়নি।
চলতি বিপিএলে এখন পর্যন্ত প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এদিকে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বরিশাল আছে টেবিলের চারে। টেবিলের পাঁচে থাকা খুলনার পয়েন্ট ১০। দুদলেরই আছে একটি করে ম্যাচ। অপরদিকে শীর্ষে থাকা রংপুর আদায় করেছে ১৮ পয়েন্ট।
আরও পড়ুন: পদকজয়ীদের চাহিদা পূরণে ফেডারেশনের আশ্বাস
ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৪/এফএএস