Connect with us
ক্রিকেট

ডিপিএলে দলের মালিকানায় তামিমের সঙ্গে বরিশালের মালিক

Tamim Iqbal and Mizanur Rahman in Fortune Barishal
তামিম ইকবাল ও মিজানুর রহমান। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন যাবত শিরোপা খরায় ভুগতে থাকা ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান। আর দুই আসরেই ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি।

এবার নতুন ভূমিকায় দেখা যাবে তামিমকে। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তিনি থাকবেন দলের মালিক হিসেবে। অবশ্য মাঠের ক্রিকেটেও থাকবেন তিনি। ডিপিএলের দল গুলশান ক্রিকেট ক্লাবের অর্থায়নের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল।

এদিকে তামিমের সঙ্গে এই ক্লাবের মালিকানায় যুক্ত হতে যাচ্ছেন মিজানুর রহমান। যিনি বিপিএলের দল ফরচুন বরিশালেরই মালিক। সদ্য সমাপ্ত বিপিএলে দারুণ ভাবেই তামিমের সঙ্গে রসায়ন দেখা গেছে মিজানুরের। মাঠের ভেতরে বাইরে বেশ ভালো সম্পর্ক দেখা যায় দলটির অধিনায়ক ও মালিকের সঙ্গে।


আরও পড়ুন:

» ভোরে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ, শিরোপা উঠবে কার হাতে?

» গোলরক্ষক হয়েও গোল করানোর বিশ্বরেকর্ড গড়লেন এডারসন


দলকে বেশ গোছালো ও পেশাদার মনে হয়েছে এই দুই জুটির নেতৃত্বে। আর তাই প্রশংসাও কম হয়নি তাদের নিয়ে। এবার আরও একবার নতুন জুটি বাধছেন তারা। দেশের এক সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের স্বত্বাধিকার মিজানুর রহমান।

মালিকানার অংশ হলেও ক্লাবের পরিচালনা পর্ষদে যুক্ত হবেন কিনা তারা, সে বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। এই বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, কে কাউন্সিলরশিপ নেবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি তাদের। পরিচালনা পদে থাকতে হলে আগে কাউন্সিলর হতে হবে তাদের।

ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট