বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে আজ ফরচুন বরিশালের মুখোমুখি হয় দুর্দান্ত ঢাকা। এই ম্যাচে ঢাকাকে ৪০ রানে হারিয়ে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে বরিশাল।
শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরে টস জিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে ১৯.৪ ওভার খেলে ১৪৯ রানে গুটিয়ে যায় ঢাকা।
ব্যাটিংয়ে নেমে ঢাকার বোলিং তোপে শুরুতেই বিপদে পড়ে বরিশাল। ১৯ রানের মধ্যেই তামিম, মুশফিক ও শেহজাদের উইকেট তুলে নেয় তাসকিন শরিফুলরা। শুরুর বিপদ থেকে দলকে উদ্ধার করেন সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেট জুটিতে ৮৬ বলে ১৩৯ রান যোগ করেন এই দুই ব্যাটার।
মাহমুদুল্লাহ ৪৭ বলে ৭৩ রান করে আউট হয়ে গেলে শেষদিকে সৌম্য ও শোয়েব মালিকের ৩১ রানের জুটিতে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায় বরিশাল। সৌম্য ৪৮ বলে ৭৫ এবং শোয়েব ১০ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন। ঢাকার হয়ে তাসকিন ও শরিফুল ২টি করে উইকেট শিকার করেন।
১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা। মাঝে অ্যালেক্স রস ৫২ ও মেহরাব হোসেন ২৮ রান করলেও তাতে কেবল হারের ব্যবধান কমাতে সক্ষম হয়েছে ঢাকা। শেষ পর্যন্ত ঢাকা ১৪৯ রানে অলআউট হয়ে গেলে ৪০ রানে জয় পায় বরিশাল।
বরিশালের হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন ৩টি এবং মিরাজ ও ম্যাকয় ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ১৮৯/৪ (২০ ওভার)
দুর্দান্ত ঢাকা: ১৪৯/১০ (১৯.৪ ওভার)
ফলাফল: বরিশাল ৪০ রানে জয়ী
আরও পড়ুন: সাকিব-নিশামের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের সহজ জয়
ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৪/এমটি