টানা তিন হারের পর অবশেষে জয়ের দেখা পেল ফরচুন বরিশাল। আজ (মঙ্গলবার) নিজেদের পঞ্চম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৪৯ রানে হারিয়েছে তামিমের দল। আর আজ বরিশালের কাছে হেরে বিপিএলের চলতি আসরে এখনো জনশূন্য সিলেট।
সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৬ রানের বিশাল সংগ্রহ পায় বরিশাল। জবাবে ১৭.৩ ওভার খেলে ১৩৭ রানেই গুটিয়ে যায় সিলেট।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ৮ বলে মাত্র ২ রান করে নাইম হাসানের শিকার হয়ে ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল। তামি ফিরে গেলে পাওয়ার প্লেতে আরো একটি উইকেট হারায় বরিশাল। এরপর আহমেদ শেহজাদ ও সৌম্য সরকার ৩৫ বলে ৫০ রানের জুটি গড়ে বিপত্তি সামাল দেন।
সৌম্য ২০ এবং শেহজাদ ৬৬ করে ফিরে গেলে শেষদিকে মাহমুদুল্লাহ রিয়াদের ২৪ বলে ৫১ এবং মিরাজের ৬ বলে ১৫ রানে ঝোড়ো ইনিংসে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে বরিশাল। সিলেটের হয়ে ৩ টি উইকেট নেন বেনি হাওয়েল।
বিশাল রান তাড়া করতে নেমে পুরোপুরি ব্যর্থ হয় সিলেট। ১৭.৩ ওভারে ১৩৭ রানেই গুটিয়ে যায় মাশরাফির দল। দলের হয়ে জাকির হাসান সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া শামসুর রহমান ২৫ ও বেনি হাওয়েলের ২৪ রান করেন।
বরিশালের হয়ে মোহাম্মদ ইমরান ৪ টি এবং মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ ২ টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ১৮৬/৫ (২০ ওভার)
সিলেট স্ট্রাইকার্স: ১৩৭/১০ (১৭.৩ ওভার)
ফলাফল: ফরচুন বরিশাল ৪৯ রানে জয়ী
আরও পড়ুন: শেষ মুহুর্তে উত্তেজনা ছড়ানো ম্যাচে কুমিল্লার ৮ রানে হার
ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৪/এমটি