রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে টস দিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। প্লে-অফ নিশ্চিত করতে বরিশালের জন্য বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। মিরপুরে আজ শুক্রবার ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২ টায়।
আজ এই ম্যাচে জিতলেই প্লে-অফে কোয়ালিফাই করবে ফরচুন বরিশাল। তবে হেরে গেলে তাকিয়ে থাকতে হবে নানা সমীকরণের দিকে। ইতোমধ্যে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার নিশ্চিত করেছে নিজেদের প্লে-অফ। শেষ জায়গার জন্য লড়ছে খুলনা ও বরিশাল।
টস জিতে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমরা আগে বোলিং করব। গতকাল একটু বৃষ্টি হয়েছিল এবং উইকেট শুরুতে আর্দ্র থাকবে, আমরা তা কাজে লাগানোর চেষ্টা করব। প্রথম ৫-৬ ওভার খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাদের অল্প রানের মধ্যেই আটকে দেওয়ার লক্ষ্য নিয়ে নামবো।’
প্লে-অফের আগে নিজেদের শক্তির পরীক্ষা করে নিতে চায় কুমিল্লার কাপ্তান লিটন, ‘ আগে ব্যাট করতে আমাদের সমস্যা নেই। আমরা যদি ১৫০-৬০ করতে পারি, তাহলে সেটা জয়ের জন্য কার্যকর হবে। আমাদের বোলারদের উপর আস্থা রয়েছে তারা প্রতিপক্ষকে রুখতে পারবে। প্লে-অফের আগে নিজেদের শক্তি পরীক্ষার জন্য এটাই শেষ সুযোগ।’
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আকিফ জাভেদ, কাইল মায়ার্স, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও মোহাম্মদ সাইফুদ্দিন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস (অধিনায়ক/উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, তৌহিদ হৃদয়, জাকের আলী, মোহাম্মদ মুশফিক হাসান, মোহাম্মদ এনামুল হক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, তানভীর ইসলাম, মঈন আলী ও ম্যাথিউ ফোর্ড।
আরও পড়ুন: দিল্লির অধিনায়ক হয়েই ক্রিকেটে ফিরবেন ঋষভ পান্ত
ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৪/এফএএস