আজ সোমবার থেকে শুরু বিপিএলের নট-আউট পর্ব। এলিমিনেটর ম্যাচে আজ টস জিতে চট্টগ্রামকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
উভয় দলের জন্যই এটি ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ আজ। এলিমিনেটর ম্যাচে হারলেই আনুষ্ঠানিকভাবে বিদায় নিশ্চিত হবে বিপিএলের এই আসর থেকে। জয়ী দলের জন্য সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার। যেখানে জিতলেই থাকছে ফাইনাল খেলার টিকিট।
এদিন টস ভাগ্যে জিতে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমরা আগে বোলিং করব। আমাদের একটি লম্বা ব্যাটিং লাইনআপ আছে এবং আমরা রান তাড়া করতে চাই। আমরা চেষ্টা করব যত কম রানে তাদের আটকে রাখা যায়, ১৫০ কিংবা ১৬০ এর মধ্যে।’
প্লে অফের আগেই বরিশাল নিজেদের শক্তি বাড়িয়ে নিতে দলে যোগ করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলারকে। তাকে একাদশে রেখেই চট্টগ্রামের বিপক্ষে দল সাজিয়েছে বরিশাল। জেমস ফুলারও যুক্ত হয়েছেন দল। একাদশ থেকে বাদ পড়েছেন আহমেদ শেহজাদ ও আকিভ জাভেদ।
অন্যদিকে একাদশে এক পরিবর্তস নিয়ে মাঠ নামছে চট্টগ্রাম। জিয়াউর রহমানের পরিবর্তে দলে ফিরেছেন ইমরানুজ্জামান। চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম জানান, ‘আগে ব্যাট করতে পেরে আমরা খুশি। এটি ভালো উইকেট, এখানে ১৭০-১৮০ রান ভালো সংগ্রহ হবে। আমরা ভালো খেলতে আত্মবিশ্বাসী।’
ফরচুন বরিশাল : তামিম ইকবাল (অধিনায়ক), ডেভিড মিলার, তাইজুল ইসলাম, জেমস ফুলার, সৌম্য সরকার, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ওবেদ ম্যাককয় ও মোহাম্মদ সাইফউদ্দিন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : জশ ব্রাউন, তানজিদ তামিম, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সালাউদ্দিন শাকিল, ইমরানুজ্জামান, সৈকত আলি, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, রোমারিও শেফার্ড ও বিলাল খান।
আরও পড়ুন: বিচ ফুটবল বিশ্বকাপ ২০২৪ : কে জিতলেন কোন পুরস্কার
ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৪/এফএএস