Connect with us
ক্রিকেট

সবার শেষে প্লে-অফে ওঠা বরিশালের প্রতিপক্ষ কোন দল?

Crifo Tamim Barishal
তামিমের ব্যাটে রান মানেই বরিশালের বড় জয়।

এবারের বিপিএলে সবার শেষে প্লে-অফ পর্ব নিশ্চিত করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। তামিমের ব্যাটিং নৈপূণ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে ৬ উইকেটে। বরিশালের এই জয়ে কপাল পুড়েছে খুলনা টাইগার্সের। ঢাকা ও সিলেটের পর বিদায় নিয়েছে খুলনা। আর রংপুর, কুমিল্লা ও চট্টগ্রামের পর সুখবর পেল বরিশাল। এখন প্লে-অফে বরিশালের বিরুদ্ধে কে খেলবে?

পয়েন্ট টেবিল অনুযায়ী বিপিএল সিজন টেনে লিগ টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। দ্বিতীয়তে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই দল দুটি খেলবে প্রথম কোয়ালিফায়ার। জয়ী দল ফাইনালে গেলেও যে দল হারবে তার সামনে থাকবে সুযোগ। অন্যদিকে সমান ১৪ পয়েন্ট পাওয়া ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়বে এলিমিনেটর ম্যাচে। ২৬ ফেব্রুয়ারি হবে ম্যাচ দুটি। বরিশাল-চট্টগ্রাম ম্যাচে পরাজিত দল বিদায় নেবে। আর বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে। সে হিসাবে প্লে-অফে বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম

শুক্রবার মিরপুর স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে লিটন দাসের দল। জবাবে ৪ উইকেটে ১৪১ রান করে তামিম ইকবালের বরিশাল। ব্যাট হাতে দারুণ ঝলক দেখিয়েছেন তামিম ইকবাল। ৪৮ বলে ৬টি চার ও ৩টি ছয়ে ৬৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন।

এদিন কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়ে বোলিংয়ে জ্বলে ওঠে টসজয়ী বরিশালের বোলাররা। ৪০ রানে তিন উইকেট হারায় কুমিল্লা। তাওহীদ হৃদয় ২৫ ও মঈন আলি ২৩ করে দলকে লড়াইয়ে ফেরান। তবে তাইজুল ৩টি এবং ওবেদ ম্যাককয় ও সাইফুদ্দিন দুটি করে উইকেট নিলে বড় স্কোর গড়তে পারেনি কুমিল্লা। জাকের আলি অপরাজিত থাকেন ৩৮ এ।

১৪১ রানের টার্গেটে ফরচুন বরিশালের ওপেনিংয়ে আহমেদ শেহজাদ বেশিক্ষন টিকতে পারেননি। ফিরে যান দলিয় ১০ রানে। কাইল মায়ার্সকে নিয়ে দলের স্কোর এগিয়ে নেন অধিনায়ক তামিম ইকবাল। পূর্ণ করেন হাফসেঞ্চুরি। ৬৪ রানের জুটি গড়ে মুশফিক হাসানের শিকার হন ২৫ এ থাকা মায়ার্স। তামিমের ব্যাট থেকে আসে ৬৬ রান। দুই বল হাতে রেখেই জয় তুলে নেয় বরিশাল। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নিশ্চিত কর প্লে-অফে খেলা।

আরও পড়ুন: কুমিল্লাকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করলো তামিমের বরিশাল

ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট