Connect with us
ক্রিকেট

সাকিবকে নিয়ে বিসিবির পরিকল্পনা জানালেন বাশার

Shakib Al Hasan and habibul bashar
সাকিব ও হাবিবুল বাশার। ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেছেন তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেট থেকেও বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। তবে সেই সুযোগ আর পাননি তিনি।

এদিকে আপাতত দুই ফরম্যাট থেকে সাকিবের বিদায় অনেকটা নিশ্চিত হওয়ার পর, কেবল ওয়ানডে ক্রিকেটে তাকে দেখার আশা ছিল ভক্ত সমর্থকদের। তবে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে রাখা হয়নি তাকে। এতে করে প্রশ্ন উঠছে এখানেই কি তবে ইতি ঘটতে যাচ্ছে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের?

সাকিব ইস্যুতে বিসিবি কী পরিকল্পনা করছে, সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন সাবেক টাইগার ক্রিকেটার ও বর্তমান নারী দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সাকিবের ভবিষ্যত নিয়ে তিনি বলেন, ‘এটা আলোচনার বিষয়। এটা আমরা সামনের দিকে তাকিয়ে দেখব সামনে কি হয়। এই মুহূর্তে যারা দলে আছে তাদের নিয়ে চিন্তা করা উচিত।’

আরও পড়ুন:

» তবে কি ওয়ানডে দলে জায়গা না পেয়ে হতাশ তাইজুল?

» মেয়েদের বিগ ব্যাশ লিগসহ আজকের খেলা (২ নভেম্বর ২৪)

কোন নির্দিষ্ট ক্রিকেটারে নির্ভর না করে দলে যারা থাকবেন, তাদের নিয়েই পরিকল্পনার কথা জানান বাশার। এছাড়া তিনি উল্লেখ করেন আপাতত বিসিবির পরিকল্পনায় নেই সাকিব, ‘কোনো ক্রিকেটার থাকলে ভালো করব, সে না থাকলে খারাপ করব– এই চিন্তা আমাদের মাথা থেকে দূর করে দেওয়া উচিত। আমাদের যা আছে তা নিয়েই পরিকল্পনা করা উচিত।’

এদিকে সম্প্রতি বাংলাদেশে আসা দক্ষিণ আফ্রিকার সবথেকে অনভিজ্ঞ দলের বিপক্ষে বাজে পারফরম্যান্সে অবাক হওয়ার কথা জানিয়েছেন বাশার, ‘এই সিরিজটা আমাকে খুব অবাক করেছে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে ওদের কন্ডিশনে খুব ভালো করেছিলাম। ভারত সফর থেকে আমাদের আকস্মিক বিপর্যয় শুরু হয়েছে। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করার আশা করেছিলাম।

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট