Connect with us
ফুটবল

পুরোনো কোচ অস্কারের ইস্টবেঙ্গলের বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা

Basundhara kings vs East Bengal; Oscar Bruzon
বসুন্ধরা কিংস বনাম ইস্টবেঙ্গল। ছবি- সংগৃহীত

দীর্ঘ দিন কিংসের ডাগআউটে ছিলেন অস্কার ব্রুজোন। এরপর গত ৫ জুলাই বাংলাদেশের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন সফলতম এই কোচ। তারপর বেশ অনেকটা সময় বেকার থাকার পর ভারতের ক্লাব ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছেন তিনি। এবার এএফসির ম্যাচে পুরনো শিষ্যদের মুখোমুখি হবেন অস্কার।

আগামীকাল মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল এফসির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। এর আগে চলমান টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হেরে চাপে রয়েছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্লাব কিংস। এদিকে ইস্টবেঙ্গলও নিজেদের প্রথম ম্যাচে পারো এফসির বিপক্ষে করেছিল ড্র।

এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ইস্টবেঙ্গলের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগে টিকে থাকতে ইস্টবেঙ্গলের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পুরনো গুরুকে প্রতিপক্ষ হিসেবে পাবেন কিংসের ফুটবলাররা। যদিও বসুন্ধরার অন্যতম তারকা রবসন আর নেই এই দলে।

Basundhara kings

বসুন্ধরা কিংস।

চলতি মৌসুমে আর রবসনের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বসুন্ধরা কিংস। তাই বাংলাদেশ চ্যাম্পিয়নদের অন্যতম ভরসার নাম হতে পারেন মিগুয়েল। যদিও ছুটি কাটিয়ে ফেরার পর তার ফিটনেস নিয়ে উঠছে প্রশ্ন। তবে সেদিকে কর্ণপাত না করে নিচের খেলায় মনোযোগ ধরে রাখতে চান এই ব্রাজিলিয়ান ফুটবলার।

আরও পড়ুন:

» টানা ব্যর্থতার পর দায়িত্ব হারালেন ম্যানইউর কোচ

» এবার দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে খেলা অনিশ্চিত সাকিবের

এদিকে ঘরোয়া ফুটবল আইএসএলে ধারাবাহিক ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে কলকাতার সনামধন্য ক্লাব ইস্টবেঙ্গল। বসুন্ধরা কিংসের বিপক্ষে তাদের এই ম্যাচটি নিঃসন্দেহে হবে বেশ কঠিন ও চ্যালেঞ্জিং। তবে দীর্ঘ পাঁচ বছর কিংসের ডাগআউটে থাকা অস্কার ব্রুজোন বেশ ভালো ভাবেই জানেন বসুন্ধরার দুর্বলতা ও শক্তিমত্তা।

এবার সেই অস্কার ব্রুজোন প্রতিপক্ষ হয়ে মাঠের পাশ থেকে গলা চড়াবেন বসুন্ধরা কিংসের বিপক্ষে। পুরনো শিষ্যরা তাই গুরুকে একই মাঠে ফিরে পেয়েও স্বস্তিতে থাকবেন না। অস্কার দক্ষিণ এশিয়ার ফুটবলে কত বড় নাম, তা সকলেরই জানা। তাই কঠিন চ্যালেঞ্জে আগামীকাল রাত ৯টায় কলকাতার ক্লাবের মুখোমুখি হবে কিংসরা।

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল