Connect with us
ফুটবল

এএফসির নতুন নিয়মে সুখবর পেল বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস। ছবি- সংগৃহীত

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নতুন ক্লাব ফরম্যাটের কারণে আন্তর্জাতিক টুর্নামেন্টে সুযোগ কমেছে বাংলাদেশের ক্লাব গুলোর। তবে অপরদিকে সুখবর পেয়েছে দেশের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস। এএফসি’র নতুন সিদ্ধান্তে প্লে-অফ নয়, এখন সরাসরি গ্রুপপর্বে খেলতে পারবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা।

মূলত এএফসির নতুন নিয়মে প্লে-অফ থেকে বাই পেয়ে সরাসরি গ্রুপপর্ব খেলার সুযোগ পাচ্ছে পাঁচটি ক্লাব। র‌্যাংকিংয়ের ভিত্তিতে বসুন্ধরা এখন সরাসরি সুযোগ পাবে গ্রুপ পর্বে খেলার। আগামী অক্টোবর থেকে শুরু হবে গ্রুপপর্বের লড়াই। অবশ্য সবশেষ এএফসি কাপের গ্রুপপর্বে সেরা হতে না পারায় বসুন্ধরা কিংসকে রাখা হয়েছিল প্লে-অফ পর্বে।

নয়া ফরম্যাটে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো পড়েছে ওয়েস্ট জোনে। যেখানে সেন্ট্রাল এশিয়ার দলগুলোও এএফসি’র নতুন ক্লাব ফরম্যাট অনুযায়ী বিভিন্ন স্তরে খেলবে। ২০২৪-২০২৫ মৌসুম থেকে চালু হতে যাওয়া এই ফরম্যাটে এশিয়ার শীর্ষস্তরের ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত হবে শীর্ষ স্তর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট। দ্বিতীয় স্তর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু। আর সর্বনিম্ন স্তর এএফসি চ্যালেঞ্জ লিগ।

বুধবার প্রকাশিত এএফসির তালিকায় পাঁচটি ক্লাবকে প্লে-অফ থেকে বাই দিয়ে ওয়েস্ট জোনের ১২ দলের গ্রুপপর্বে জায়গা দেয়া হয়েছে। যেখানে বসুন্ধরা কিংস ছাড়াও বাই পাওয়া ক্লাবগুলোর মধ্যে রয়েছে সিরিয়ার আল ফুতোয়া, ওমানের আল সিব, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব ও ফিলিস্তিনের হিলাল আর কুদস। 

ওয়েস্ট জোনের ১২ দলের গ্রুপপর্বে আগে থেকেই থাকছে কুয়েতের আল আরাবি এসসি, তুর্কেমেনিস্তানের এফসি আরকাদাগ, লেবানন লিগের শীর্ষ দল। দ্বিতীয় স্তর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু-এর প্লে-অফ রাউন্ড থেকে বাদ পড়া দু’টি ক্লাব আরও যোগ হবে এই তালিকায়। এছাড়া এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ রাউন্ড থেকে উঠে আসবে চার দলের দু’টি।

এএফসি চ্যালেঞ্জ লিগে ওয়েস্ট জোনের এই ১২ দল নিয়ে আগস্টে হবে ড্র। সে সময়ই আয়োজকের নামও চূড়ান্ত হবে। ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে হবে গ্রুপপর্বের খেলা। ওয়েস্ট জোনের তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের সঙ্গে ইস্ট জোনের দুই গ্রুপসেরাকে নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। এরপর আগামী বছর শুরুতে ধাপে ধাপে হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল হবে।

ঘরোয়া ফুটবলের শীর্ষস্তরে আবির্ভাবের পর থেকেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস। টানা পাঁচ লিগ শিরোপা জয়ের পাশাপাশি একাধিকবার জিতেছে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ শিরোপা। সর্বশেষ মৌসুমে ট্রেবল জয়ের চক্রও পূরণ করেছে দলটি। তবে ঘরে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা বসুন্ধরা কিংস আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি।

আরও পড়ুন:

শেষ মুহুর্তের গোলে ক্রোয়েশিয়াকে রুখে দিল আলবেনিয়া

সুপার এইটে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (২০ জুন ২৪)

ক্রিফোস্পোর্টস/১৯জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল