বসুন্ধরা কিংস তাদের পাঁচ ফুটবলারকে মাদক বহনের দায়ে ভিন্ন ভিন্ন মেয়াদ ও শাস্তি দিয়েছিল। যেখানে পুরো মৌসুম নিষেধাজ্ঞায় ছিলেন তৌহিদুল আলম সবুজ। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত গোলরক্ষক জিকো এবং তপু বর্মণ ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ ছিলেন। এবার বসুন্ধরা কিংস তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। অন্য দুই ফুটবলার মোরসালিন ও রিমন আর্থিক জরিমানা থাকায় তারা ইতোমধ্যে খেলায় রয়েছেন।
চলতি মাসের ১৫ তারিখ বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনীর মধ্যকার সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ওই ম্যাচে খেলার সুযোগ থাকছে ওই ফুটবলারদের।
এ বিষয়ে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন বলেন, ‘এই বিষয়ে আমার কাছে এখনও কোনো তথ্য নেই।’
নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আবারো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছে এই ফুটবলার। যদিও ২০২৪ সালের মার্চ মাসের আগে জাতীয় দলের কোনো ম্যাচ নেই।
আরও পড়ুন: ‘টাইমস’ ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদ লিওনেল মেসি
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৩/এমএ