বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের শততম ম্যাচকে জয় দিয়েই রাঙ্গিয়েছে বসুন্ধরা কিংস। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ‘সেভেন-আপ’ অর্থাৎ ৭-১ গোলে হারিয়ে এই উৎসব করেছে অস্কার ব্রুজেনের কিংসরা।
প্রিমিয়ার লিগে এর আগে কখনো ৭ গোরের বড় ব্যবধানে জিতেনি বসুন্ধরা কিংস। কিন্তু নিজেদের শততম ম্যাচে সেই উৎসবই করেছে তারা। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অস্কার ব্রুজেনের দল ব্রাদার্স ইউনিয়নকে পেয়ে গোল উৎসব করেছে।
জয়ী দলের এমফন উদোহ ও মিগুয়েল ফিরেইরা দুটি করে গোল করেন। বাকি তিন গোল করেন রবসন দ্য সিলভা রবিনহো, সোহেল রানা ও সাদ উদ্দিন। ব্রাদার্সের হয়ে এক গোল শোধ দেন এলিটা কিংসলে। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটাকে মধ্যবর্তী দলবদলে ব্রাদার্স ইউনিয়নে যোগ দিয়েছেন।
লিগের অন্য ম্যাচে ঢাকা আবাহনী ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। আর্জেন্টিনার ক্লাব সোল দ্য মায়ো থেকে ঢাকা আবাহনীতে যোগ দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং নতুন ক্লাবকে প্রথম ম্যাচেই জয় উপার দিয়েছেন।
শনিবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। বিরতির পর জামাল ভূঁইয়া, গ্রানাডার ফুটবলার স্টুয়ার্ট ও ব্রাজিলের জোনাথন ফের্নান্দেজের গোলে জয় নিশ্চিত করে আবাহনী। এই জয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্টে নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আবাহনী। সমান ম্যাচে রহমতগঞ্জ প্রথম হার দেখল। আগের ৭ পয়েন্ট নিয়ে তারা রয়েছে নবম স্থানে।
আরও পড়ুন: অজি অধিনায়ককে জামদানি শাড়ি উপহার দিলেন জ্যোতি
ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৪/এজে/এমটি