এএফসি কাপে আজ দেখা যাবে দুই বাংলার সেরা দুই ফুটবল ক্লাবের মহারণ। বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ভারতের ক্লাব মোহনবাগানের। রাত আটটায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। গ্রুপপর্বের অ্যাওয়ে ম্যাচে মোহনবাগানের সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট নিয়ে দেশে ফেরে কিংসরা।
এএফসি কাপের প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস এর বিপক্ষে ৩-০ গোলে হেরে আসর শুরু করে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। তবে সেই হার কেবল একটা অঘটন ছিল তাই বিশ্বাস করতে চায় অস্কার ব্রুজোনের দল। পরবর্তী ম্যাচে উড়িষ্যা এফসিকে ৩-২ গোলে হারায় কিংস।
গ্রুপ সেরার লড়াইয়ে থাকতে আজ মোহনবাগানকে হারানোর কোন বিকল্প নেই বসুন্ধরা কিংসের। তিন ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে মোহনবাগান এবং ৪ পয়েন্ট নিয়ে তারপরেই অবস্থান বাংলাদেশ চ্যাম্পিয়ন্সদের। তাই আজ পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার পরিকল্পনা থাকবে বসুন্ধরা কিংসের।
এর আগে এএফসি কাপে তিনবার মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস ও মোহনবাগান। এখন পর্যন্ত জয় শূন্য বাংলাদেশ চ্যাম্পিয়নসরা, রয়েছে দুটি ড্র।
প্রথম লেগে ঘরের মাঠে বসুন্ধরা কিংসের বিপক্ষে জয় আশা করেছিল মোহনবাগান। তবে সেই ম্যাচে বারবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে পয়েন্ট নিয়ে আসে বসুন্ধরা কিংস। এএফসি কাপে প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল মোহনবাগান।
মোহনবাগান কতটা কঠিন প্রতিপক্ষ হতে পারে তা জানা আছে বাংলাদেশের এই ক্লাবের। তবুও গ্রুপ সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে জিততে চাইবে আজ বসুন্ধরা কিংস। তবে মোহনবাগান অন্তত ড্র করতে পারলেও ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে কিংসের।
গতকাল কিংস অ্যারেনায় আয়োজিত সংবাদ সম্মেলনে অস্কার ব্রজোন বলেন, ‘এটা গ্রুপে আমাদের চতুর্থ ম্যাচ। গ্রুপটা এখনো উন্মুক্ত আছে। আমরা মোহনবাগানের শক্তি সম্পর্কে জানি। ওরা বড় ক্লাব। আইএসএল এবং এএফসি কাপে এগিয়ে আছে। আমরাও সামনে তাকাচ্ছি। ঘরের মাঠে অবশ্যই ইতিবাচক ফল চাই।’
ঘরের মাঠে খেলায় বাড়তি সুবিধা পাবে বসুন্ধরা কিংস। কিংস কোচ আরো বলেন, ‘মোহনবাগানের সঙ্গে গত ম্যাচে আমরা ড্র করেছি। ঘরের মাঠে খেলার কারণে আমরা সুবিধা পাব। মোহনবাগান দক্ষিণ এশিয়ার সেরা ক্লাব। তবে কালকের (আজ) ম্যাচ নিয়ে আমরা আশাবাদী।’
মোহনবাগানে রয়েছে ব্যবধান করে দেওয়ার মতো বিদেশী খেলোয়াড়। দেশি খেলোয়াড়রাও রয়েছে ছন্দে এএফসি কাপ ও আইএসএলে খেলা শেষ ৭ ম্যাচে ভিন্ন ৮ জন নাম লিখিয়েছেন স্কোরবোর্ডে। এতেই বোঝা যায় মোহনবাগানে গোল স্কোরিং খেলোয়াড়ের অভাব নেই।
বসুন্ধরা কিংসেরও রয়েছে মানসম্পন্ন বিদেশী খেলোয়াড়। প্রতিপক্ষের নজর থাকবে রবসন রবিনহো, মৃগুয়েল এবং ডোরিয়েল্টনের দিকে। পাশাপাশি দেশিরাও আছেন দারুন ছন্দে। প্রতিপক্ষের চিন্তার কারণ হতে পারে রাকিব ও বিশ্বনাথও। তবে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না তপু বর্মন ও আনিসুর রহমান জিকো। তাই ডিফেন্স লাইন নিয়ে একটু চাপেই থাকবে কিংস।
আরও পড়ুন: আর্জেন্টিনা ম্যাচের আগে ব্যাকফুটে ব্রাজিল, দলে নেই দুই তারকা
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৩/এসএস/এজে